ডাঃ কে এম নাহিদুল হকের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে ফরিদপুর ডায়াবেটিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম লিয়াকত হোসেন মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিস সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ, কার্যনিবাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, চিত্তরঞ্জন দাস, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ মোসলেম উদ্দিন, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মনোয়ার আহমেদ তরফদার, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সৈয়দ গোলাম কিবরিয়া, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের স্কিম এন্ড ভিডি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোঃ মেজবাহউদ্দিন খান, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ এর ফিজিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার শিপ্রা সিনহা রায়।
সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয় অব্যাহতি প্রাপ্ত ডাক্তার কে এম নাহিদুল হক বিভিন্ন সময় আনা অনিয়ম ও অপকর্মে লিপ্ত ছিল। যার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাবার পরই সে নানা ষড়যন্ত্রে মেতে উঠে।
এরই অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডায়াবেটিক মেডিকেল হাসপাতালে চাকুরিরত চিকিৎসা সেবায় নিয়োজিত বিভিন্ন চিকিৎসকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যা এখন ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়ে শনের অনেক ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে তা একেবারেই কাম্য নয় । এ ব্যাপারে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
প্রিন্ট