পাবনার চাটমোহরে শিশু বলাৎকারের অভিযোগে শমশের আলী (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শমশের উপজেলার চরসেনগ্রামের মৃত সন্তোষ আলীর ছেলে।থানায় মামলার এজাহার সুত্রে জানা গেছে, দশ বছর বয়সী শিশু চাটমোহর পৌর সদরের ছোট শালিকা মহল্লায় তার নানার বাড়িতে থাকে। তার মা স্বামী পরিত্যক্তা হওয়ায় ঢাকায় গার্মেন্টস এ চাকুরী করেন।
শনিবার সকালে তার নানা ও নানী কাজে বাইরে ছিলেন। দুপুরে বাড়িতে একা থাকার সুযোগে ওই বৃদ্ধ শিশুটিকে বলাৎকার করেন। তার চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত শমশের পালিয়ে যান। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ বিকেলেই অভিযুক্ত শমশের আলীকে আটক করে। শিশুটির নানা বাদি হয়ে শনিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত শমশের আলীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার(৬ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
প্রিন্ট