রাজশাহীর তানোরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এলইডি টিভি চুরির অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ছাঐড় গ্রামে এই ঘটনা ঘটেছে। ছাঐড় গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমানের ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক আব্দুর রব ছাঐড় আশার আলো ক্লাব থেকে একটি এলইডি টিভি চুরি করে। পরবর্তীতে গ্রামবাসি আব্দুর রবের বাড়ি ঘেরাও করলে তিনি টিভি ফেরত দিতে বাধ্য হয়।
জানা গেছে, বিগত বিএনপি সরকারের সময়ে কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ছাঐড় গ্রামে ছাঐড় আশার আলো ক্লাব প্রতিষ্ঠা করা হয়। বিগত ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক আব্দুর রব তার বাহিনী নিয়ে ক্লাব জবর দখল করে। এদিকে ইউপি আওয়ামী লীগ সভাপতি ও কামারগাঁ ইউপির প্রয়াত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ ক্লাবে একটি এলইডি টিভি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২১ আগষ্ট বুধবার সকালে আব্দুর রব ক্লাব ঘর খুলে টিভি নিয়ে যায়। এ সময খবর পেয়ে গ্রামবাসি তার বাড়ি ঘেরাও করে। এতে বিক্ষুব্ধ গ্রামবাসির তোপের মুখে রব টিভি ফেরত দিতে বাধ্য হয়। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আব্দুর রব বলেন, আমি টিভি দিয়েছিলাম তাই আমি টিভি নিয়ে গিয়েছিলাম, আবার দিয়েও দিয়েছি।
প্রিন্ট