ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন Logo ১৪ই মে কালুরঘাট নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ডঃ মুহাম্মদ ইউনুস Logo চুয়াডাঙ্গার সদর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার Logo ফুলবাড়ীতে RUNNER EXPRESS এর স্বপ্ন অটো শোরুম উদ্বোধন Logo তানোরের হাটবাজারে অপরিপক্ব লিচু দাম আকাশছোঁয়া Logo রাজশাহীতে মোবাইল কোর্টে ৩ জন বালাইনাশক ব্যবসায়ীকে জরিমানা Logo সুইসাইড নোটে লেখা ‘আমার মেয়েরা যেন আমার মরামুখ না দেখে’ Logo বোয়ালমারীতে প্রধান শিক্ষককে কিল-ঘুষি ছাত্রদের, অত:পর অবরুদ্ধ সকল শিক্ষক Logo কুষ্টিয়ায় ৪০ দেশি শালিক পাখি উদ্ধার Logo অনিয়ম-দুর্নীতির সত্যতা পেলো দুদকঃ হাতের টানে উঠে যাচ্ছে রাস্তার ঢালাইয়ের পিচ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

তানোরে স্কুল সংস্কার ও গেট নির্মাণে অনিয়ম

রাজশাহীর তানোর পৌর এলাকার আকচা উচ্চ বিদ্যালয়ে গেট নির্মাণ ও হাতিশাইল উচ্চ বিদ্যালয়ে সংস্কার কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহারসহ অনিয়ের অভিযোগ উঠেছে। এমনকি শুষ্ক মৌসুমে কাজ না করে ভরা বর্ষা মৌসুমে কাজ করায় কাজের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
সরেজমিন আকচা   স্কুলে গিয়ে দেখা যায়, স্কুল গেটের ওয়াল  তোলা সম্পন্ন হয়েছে। গেটের নিচে ঢালায় ও প্লাস্টার করা হচ্ছে। নিচের ঢালায়ে ইট বিছানো রয়েছে। ভিজা সেঁতসেঁতে ইটের উপর ঢালায় দেয়া হচ্ছে। বৃষ্টির পানির মধ্যেই চলছে কাজ। কোন কর্মকর্তা বা স্কুলের কোন শিক্ষক থাকছেনা কাজের সময়। ঠিকাদার ইচ্ছে মতো  দায়সারা কাজ করছেন। সেখানেই ছিলেন ঠিকাদারের এক ব্যক্তি তার কাছে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, একাজের জন্য ঠিকাদারের দেড় লাখ থেকে দুই লাখ টাকা লোকসান হবে। অফিসের কোন লোক নাই ভিজে সেঁতসেঁতে ইটের উপরে কিভাবে ঢালায় হয় জানতে চাইলে  তিনি জানান সিডিউলে যেভাবে উল্লেখ আছে সে ভাবেই কাজ করা হচ্ছে। গত বৃহস্পতিবার,  শুক্রবার ও শনিবার ছুটির দিনে দ্রুত কাজ করা হচ্ছে।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ১৯ লাখ টাকা ব্যয়ে গেট নির্মাণের কাজ করা হচ্ছে। কাজটি করছেন শাহিন নামের এক ঠিকাদার। এবিষয়ে আকচা স্কুলের প্রধান শিক্ষক আসলাম উদ্দিনের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
অন্যদিকে গত রোববারে  হাতিশাইল স্কুলে গিয়ে দেখা যায়, ক্লাসের ব্রেঞ্জ বাহিরে আছে। কয়েকজন ব্যক্তি ঘরের মধ্যে কাজ করছেন। স্কুলের ঘর,অফিস রুমের ছাদ ঢালাই, বাথরুম  প্লাস্টার এবং রংয়ের কাজ করা  হচ্ছে।
স্কুলের কয়েকজন কর্মচারী  জানান, কাজ খুব ধীর গতিতে চলছে। কাজের মান একেবারেই নিম্নমানের। কোন কিছু বললেই প্রধান শিক্ষক বাধা দিচ্ছেন। বিগত তিন মাস ধরে খুঁড়ে খুঁড়ে চলছে কাজ। সংস্কার কাজ করার জন্য সঠিকভাবে পাঠদান হচ্ছে না। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কোন লোক আসে না। ইচ্ছে মত আয়েশ করে চলছে কাজ। সংস্কার কাজের জন্য প্রায় ১৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে বলে আমাদেরকে জানায়। কে ঠিকাদার তাও আমরা জানি না।এবিষয়ে হাতিশাইল স্কুলের প্রধান শিক্ষক আয়নাল উদ্দিন বলেন, কাজের ভালো মন্দ তো বুঝিনা। শুধু বলেছি ভালো মানের কাজ করতে হবে।
এবিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (তানোর) শরিফুল ইসলামের মোবাইলে জানতে চাওয়া হয় কোন অর্থ বছরের কাজ ও কত টাকার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান কে, তিনি জানান আমি বাহিরে আছি ফাইল দেখে বলতে হবে। বিকেল ৪ টা ২৪ মিনিটে ফোন দেয়া হলে তিনি বলেন, এসব জানতে হলে অফিসে সরাসরি আসতে হবে। তিনি চায়ের দাওয়াত দেন। কতদিন আগে দরপত্র আহ্বান করা হয়েছে এবং কাজ শুরুর ও শেষের মেয়াদ সম্পর্কে জানতে চাইলে তিনি কোন কিছুই জানাননি। তবে এসব কাজ জুন মাসের আগেই শেষ করার নিয়ম থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সে নিয়ম মানেননি বলে অভিযোগ উঠেছে। #

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুরে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

error: Content is protected !!

তানোরে স্কুল সংস্কার ও গেট নির্মাণে অনিয়ম

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) উপজেলা প্রতিনিধি :
রাজশাহীর তানোর পৌর এলাকার আকচা উচ্চ বিদ্যালয়ে গেট নির্মাণ ও হাতিশাইল উচ্চ বিদ্যালয়ে সংস্কার কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহারসহ অনিয়ের অভিযোগ উঠেছে। এমনকি শুষ্ক মৌসুমে কাজ না করে ভরা বর্ষা মৌসুমে কাজ করায় কাজের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
সরেজমিন আকচা   স্কুলে গিয়ে দেখা যায়, স্কুল গেটের ওয়াল  তোলা সম্পন্ন হয়েছে। গেটের নিচে ঢালায় ও প্লাস্টার করা হচ্ছে। নিচের ঢালায়ে ইট বিছানো রয়েছে। ভিজা সেঁতসেঁতে ইটের উপর ঢালায় দেয়া হচ্ছে। বৃষ্টির পানির মধ্যেই চলছে কাজ। কোন কর্মকর্তা বা স্কুলের কোন শিক্ষক থাকছেনা কাজের সময়। ঠিকাদার ইচ্ছে মতো  দায়সারা কাজ করছেন। সেখানেই ছিলেন ঠিকাদারের এক ব্যক্তি তার কাছে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, একাজের জন্য ঠিকাদারের দেড় লাখ থেকে দুই লাখ টাকা লোকসান হবে। অফিসের কোন লোক নাই ভিজে সেঁতসেঁতে ইটের উপরে কিভাবে ঢালায় হয় জানতে চাইলে  তিনি জানান সিডিউলে যেভাবে উল্লেখ আছে সে ভাবেই কাজ করা হচ্ছে। গত বৃহস্পতিবার,  শুক্রবার ও শনিবার ছুটির দিনে দ্রুত কাজ করা হচ্ছে।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ১৯ লাখ টাকা ব্যয়ে গেট নির্মাণের কাজ করা হচ্ছে। কাজটি করছেন শাহিন নামের এক ঠিকাদার। এবিষয়ে আকচা স্কুলের প্রধান শিক্ষক আসলাম উদ্দিনের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
অন্যদিকে গত রোববারে  হাতিশাইল স্কুলে গিয়ে দেখা যায়, ক্লাসের ব্রেঞ্জ বাহিরে আছে। কয়েকজন ব্যক্তি ঘরের মধ্যে কাজ করছেন। স্কুলের ঘর,অফিস রুমের ছাদ ঢালাই, বাথরুম  প্লাস্টার এবং রংয়ের কাজ করা  হচ্ছে।
স্কুলের কয়েকজন কর্মচারী  জানান, কাজ খুব ধীর গতিতে চলছে। কাজের মান একেবারেই নিম্নমানের। কোন কিছু বললেই প্রধান শিক্ষক বাধা দিচ্ছেন। বিগত তিন মাস ধরে খুঁড়ে খুঁড়ে চলছে কাজ। সংস্কার কাজ করার জন্য সঠিকভাবে পাঠদান হচ্ছে না। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কোন লোক আসে না। ইচ্ছে মত আয়েশ করে চলছে কাজ। সংস্কার কাজের জন্য প্রায় ১৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে বলে আমাদেরকে জানায়। কে ঠিকাদার তাও আমরা জানি না।এবিষয়ে হাতিশাইল স্কুলের প্রধান শিক্ষক আয়নাল উদ্দিন বলেন, কাজের ভালো মন্দ তো বুঝিনা। শুধু বলেছি ভালো মানের কাজ করতে হবে।
এবিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (তানোর) শরিফুল ইসলামের মোবাইলে জানতে চাওয়া হয় কোন অর্থ বছরের কাজ ও কত টাকার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান কে, তিনি জানান আমি বাহিরে আছি ফাইল দেখে বলতে হবে। বিকেল ৪ টা ২৪ মিনিটে ফোন দেয়া হলে তিনি বলেন, এসব জানতে হলে অফিসে সরাসরি আসতে হবে। তিনি চায়ের দাওয়াত দেন। কতদিন আগে দরপত্র আহ্বান করা হয়েছে এবং কাজ শুরুর ও শেষের মেয়াদ সম্পর্কে জানতে চাইলে তিনি কোন কিছুই জানাননি। তবে এসব কাজ জুন মাসের আগেই শেষ করার নিয়ম থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সে নিয়ম মানেননি বলে অভিযোগ উঠেছে। #

প্রিন্ট