পাবনার চাটমোহরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে একটি মুদি দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বটতলা ভাই ভাই ষ্টোর নামক দোকানে এ ঘটনা ঘটে।
এই অগ্নীকান্ডে দোকান মালিক রবিউল ইসলাম বিপ্লবের ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন।
দোকান মালিক ও স্থানীয়দের তথ্যে জানা গেছে, প্রতিদিনের মতো দোকানে বেচা-কেনা শেষ করে শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান বিপ্লব। রাত ৪টার দিকে জেলেরা ঐ দোকানের পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে দেখতে পান দোকানের ভিতর থেকে আগুন সহ ব্যাপক ধুয়া বের হচ্ছে।
এসময় তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে পানি আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করতে থাকে। এরপর দোকান মালিক বিপ্লবকে খবর দিলে সে বাড়ি থেকে এসে দোকানের ভিতর প্রবেশ করে দেখেন, দোকানের দামী দামী মালপত্র মেঝেতে ছড়ানো অবস্থায় আগুন জ্বলছে। এতে করে দোকান মালিক বিপ্লবের সন্দেহ হয় দোকানে কেও শত্রুতা করে পরিকল্পিত ভাবে আগুন দিয়েছে।
শেষে আগুন নিয়ন্ত্রনে আনলেও এর মধ্যে তার অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন দোকান মালিক বিপ্লব। এঘটনায় চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনূল ইসলাম জানান ঘটনাটি জানার পরেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখানে শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত নাকি কেউ আগুন দিয়েছে সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রিন্ট