ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুজন আহত হয়েছে । আজ শুক্রবার রাত পৌনে দশটার দিকে খোদা বক্স রোডে উক্ত দুর্ঘটনার ঘটনা ঘটে ।
রিকশা আরোহী মানব সাহা (৫৯) ও রিকশাচালক আইয়ুব আলী (৪০) আহত হন । তাদের দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় জনসাধারণের সহায়তায় নিয়ে যাওয়া হয়েছে। এরমধ্যে রিক্সা আরোহী বিশু ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারে মুদি দোকানদার বলে জানা গেছে ।
এ ঘটনার পর ট্রাক ড্রাইভার ও হেলপার ট্রাক পালিয়ে যায় ।
উক্ত ঘটনায় ট্রাকের নম্বর ঢাকা মেট্র- ট ২০-৪২০৯। বর্তমানে এখানে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। এ সংবাদ লেখা পর্যন্ত তাদের অভিযান চলছিল।