কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মসূচি চলাকালে বিএনপি ও অংগ সংগঠনে নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকে ।
কর্মসূচি শেষে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বিএনপির সহ-সভাপতি লায়ন এড. আব্দুর রাজ্জাক খাঁন।
সভায় রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল, বিএনপি নেতা মোসলেম উদ্দিন মিঞা, শাহ্জাহান আলী, খাঁন মোহাম্মদ আইনুল হাবিব, কাজী শারমিন আক্তার (টুকটুকি), জিয়াউর রহমান জিরু, আলমগীর হোসেন,মোঃ নাজিমদ্দিন, যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, শাহাদাত হোসেন সাইফুল, আকলিমা খাতুন, মেরীনা আক্তার সহ উপজেলার ৭ ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম।