অসহায় গরীব রোগীদের জন্য ৮টি অক্সিজেন সিলিন্ডার (সেটসহ) প্রদান করেছে যশোর সরকারি এমএম কলেজ (মাইকেল মধুসূদন কলেজ) কতৃপক্ষ। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।
এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল হক খান জানান, করোনাকালীন সময়ে যশোর সরকারি এম এম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীদের চিকিৎসার সিলিন্ডারগুলো জন্য কেনা হয়েছিলো।
বর্তমানে কলেজে এগুলোর প্রয়োজনীয়তা না থাকলেও হাসাপাতালে চাহিদা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ, প্রফেসর আকতার হোসেন, হাসপাতালের স্টোর কিপার রতন সরকার, মহিউদ্দিন আহমেদ প্রমুখ।