বরগুনার আমতলীতে নারী লোভী, চাঁদাবাজ , মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মনিরের বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কুকুয়া গ্রামে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। ওই এলাকার শতাধিক নারী ও পুরুষ। ঘন্টাব্যাপী মানববন্ধনে পাশের গ্রামের মনির ফকির (৪৫) নারী লোভী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, জুয়ারি ও ভূমিদস্যু আখ্যা দিয়ে বিচার দাবী করেন তারা। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মনির ফকির নিয়মিত জুয়ার আসর বসিয়ে এলাকায় তান্ডব চালায়। জুয়ার আসরের সাথে সাথে মাদক কেনাবেচা, অন্য জমি দখলদারি সহ নানা অপকর্মে জড়িত। সম্পৃতি অন্যের বউ ভাগিয়ে নিয়ে জোর করে বিয়ে।তার বউয়ের আগের স্বামীর জমি দখলদারির কথা ও নানা অপকর্মের কথা উল্লেখ করেন।
এর আগে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীর সাথে শারীরিক সম্পর্কের কথাও উঠে আসে। সে সম্পর্কের সুত্র ধরে ওই নারীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন।ওই নারীর আগের স্বামী এসব কথা বললেই তাকে চালানো হতো বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতন।
ঘটনার পর্যায়ক্রমে এলাকাবাসী জানাজানি হলে, কেউ কেউ প্রতিবাদ করতে আসলে তাদের বিভিন্ন ভাবে হামলা, মামলা দিয়ে দাবিয়ে রাখতো মনির ফকির।গতকাল মনির ফকির এর বিচার চেয়ে মানববন্ধন করা হলে ওই নারীর আগের স্বামীর বাড়ি-ঘর জালিয়ে দেয় সোমবার রাতে। এর আগে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী জুয়েল মিস্ত্রি।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেনায়েত হাওলাদার, জামাল প্যাদা, সাফায়েল প্যাদা, বাচ্চু মুন্সি ও আঃ সালাম সহ আরও আনেকে।এলাকাবাসী প্রশাসনের কাছে এর সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করেন।
প্রিন্ট