ফরিদপুরের মধুখালী থানা পুলিশের উদ্যোগে এক শান্তি র্যালি আয়োজন করা হয়। গতকাল সোমবার বিকাল ৩ ঘটিকার সময় মধুখালী থানা হতে মধুখালী রেলগেট পর্যন্ত এ র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি, ও পৌর বিএনপি, বিএনপি’র অঙ্গ সংগঠন ও জামায়াতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ইমরুল হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান উপজেলার বিএনপির যুগ্ন সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ফরিদুল ইসলাম সাগর উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুন্নু, কৃষকদলের সদস্য সচিব তানভীর আহম্মেদ শিমুল পৌর কৃষক দলের আহবায়ক নুরুন্নবী,
সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন বিশ্বাস, যুবদলের আহবায়ক মুক্তর হোসেন মুক্তার যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম ইনামুল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব তালুকদার, যুবদলের যুগ্ন আহ্বায়ক, হাবিবুর রহমান সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহুরুল ইসলাম লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরেফিন সাদ্দাম, উপজেলা ছাত্রদলের সি:যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সেতু, পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব ইসলাম, যুগ্ন আহবায়ক গোলাম শারাফাত সরত, জাসাস এর আহ্বায়ক গালিব হাসান লিওন সহ অন্যান্যরা।
প্রিন্ট