রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত ১২ আগষ্ট সোমবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আবু সাইদ চাঁদ।
এ সময় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল এবং স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
এর আগে, তানোর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় তানোরে শান্তিপূর্ণ সহবস্থান রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
প্রিন্ট