‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর মাছের পোনা অবমুক্ত করন .র্যালী,আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরনের আয়োজন করে।
সকালে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন। পরে মৎস্যচাষীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালী বের হয় ।
র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন,উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, মুক্তিযোদ্ধা আকামত আলী, সফল মৎস্য চাষী মো.আকমল হোসেন বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলার ৩ মৎস্যচাষীকে পুরস্কার প্রদান করা হয়। এরা হলো আকমল হোসেন বাচ্চু, হাসিব হোসাইন ও জগত কুমার ঘোষ।
প্রিন্ট