রাজশাহীর তানোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক (অনূর্ধ-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) ৩ গোলে তালন্দ ইউনিয়ন পরিষদকে (ইউপি) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
গত সোমবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী- তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান তানভীর রেজা প্রমুখ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবীব, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শতশত দর্শকেরা উপস্থিত ছিলেন।
- আরও পড়ুনঃ e Paper-17.07.2024
এদিকে, একইদিন (সোমবার) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে পর্যায়ক্রমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভাতেও প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
প্রিন্ট