ফরিদপুরে টাইমস ইউনিভার্সিটির ভর্তিমেলা ও মৌসুমি ফল উৎসব হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টাইমস ইউনিভার্সিটির সামার-২০২৪ সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তিপর্ব মেলা ও মৌসুমি ফল এ উৎসবের শুভ উদ্ধোধন করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত টাইমস ইউনিভার্সিটির ক্যাম্পাস প্রাঙ্গনে ফিতা কেটে এ মৌসুমি ফল উৎসবের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের কৃতি সন্তান, দেশের প্রথিতযশা সংস্কৃতিজন অভিনেতা ও সংগীত শিল্পী ফজলুর রহমান বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ উপাচার্য প্রফেসর ড. এ.কে.এম সালাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ উপদেষ্টা ও প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ. বি. এম সাত্তার। স্বাগত বক্তব্য রাখেন টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ রেজিস্ট্রার ও টাইমস ক্লাবের আহবায়ক প্রফেসর
এ.এইচ.এম. ইসহাক মিয়া।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ আইন অনুষদের ডিন প্রফেসর ড. নূর মোহাম্মদ, আইন বিভাগের লেকচারার নাভিদ আলম সজল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নামিম উদ্দিন। অনুষ্ঠানে টাইমস ইউনিভার্সিটির বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।
প্রিন্ট