ঝালকাঠির কাঠালিয়ার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের, মৃত মাখন লাল সিকদার এর পুত্র হিমাংশু সিকদার এর বসতঘরে ৮ জুলাই সোমবার রাত ৯ টার দিকে আগুন লেগে পুরো ঘর এবং আসবাবপত্র ও ঘরের পাশে থাকা গাছ পালা পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট এর কারনে আগুন লেগেছে বলে ধারনা করেছেন পরিবার এর লোকজন।
হিমাংশু সিকদার বলেন, আমাদের ছেলে সন্তান নাতী-নাতনি সহ ১০ জনের বসবাস ছিলো এই ঘরে, ৮ জুলাই সোমবার রাত ৯ টার দিকে আগুন লেগে পুরো ঘর এবং আসবাবপত্র, স্বর্ণালংকার, খাবার দাবার, পুরো বছরের মজুত রাখা খাবার, জমির কাগজ পত্র ও ঘরে পাশে থাকা গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারনে সময় মত ফায়ার সার্ভিস এসে পৌছাতে না পেরে জোরাপুল নামক স্থানে এসে চলে গেছে। এতে আমাদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন আর রশিদ জোমাদ্দার জানান, ঘটনার কথা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করছি, আগুন লাগার কারনে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাবার পৌছে দিয়েছি।
প্রিন্ট