রাজশাহীর বাঘায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অগ্নি এ্যওয়ারনেস, এ্যাকশনস এ্যান্ড এডভোকেসি ফর জেন্ডার ইক্যুয়াল এ্যান্ড সেইফ ম্পেসেস ফর উইমেন এ্যান্ড গার্লস ব্র্যাকের (অগ্নিপ্রকল্পে) আয়োজনে, যৌন হয়রানি ও তার প্রতিকার বিষয়ক ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। ওই স্কুলের মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও যৌন হয়রানি কমিটি এ ফলো-আপ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন, অতিথি বক্তব্য রাখেন, দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, ব্র্যাক অগ্নি প্রকল্পের চারঘাট এরিয়া অফিসের প্রকল্প কর্মকর্তা সাবির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কছিম উদ্দিন, কমিউনিটি ভলিন্টিয়ার নজরুল ইসলাম প্রমুখ।
প্রিন্ট