৩৫৪ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। একই সাথে মাদক পরিবহনে পিক আপ জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ শুক্রবার সকাল ৮:৪৫ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন যদুবয়রা নিদের বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আনুমানিক ১০,৬২,০০০/- টাকা মূল্যমানের ৩৫৪ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১। মোঃ মোস্তাফিজুর রহমান (২৩), পিতা-মোঃ সেকান্দার আলী, সাং-ঈশ্বরচন্দ্রপুর, থানা-দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কুষ্টিয়া, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট