ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদী তীরবর্তী চরাঞ্চলে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে ৫’শত গামবুট ও ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে চরাঞ্চলের
কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গামবুট ও ছাতা বিতরন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
এছাড়া ইউপি চেয়ারম্যানদের মাঝে স্প্রে-মেশিন ও ঘাস মারার ঔষুধ বিতরন করা হয়।
একইদিন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের নতুন বাসভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন ও নতুন অফিস কক্ষ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
জানা যায়, চরভদ্রাসনে পদ্মা নদী তীরবর্তী চরাঞ্চলে ২০১৬ সালে দেখা মিলে বিষধর রাসেল’স ভাইপার সাপ। সম্প্রতি চরাঞ্চলসহ উপজেলা সদরের বিভিন্ন গ্রামে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে ভীতির সঞ্চার হয়। গত
কয়েক সপ্তাহে অত্র উপজেলায় মানুষের হাতে মারা পড়েছে রাসেল’স ভাইপার সহ বিভিন্ন প্রজাতির সাপ। এছাড়া গত কয়েক বছরে এই উপজেলায় সাপের কামড়ে বেশ কয়েকজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
ঐদিন উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন, রাসেল’স ভাইপার নিয়ে আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হোন। মানুষ রাসেল’স ভাইপার আতঙ্কে নানা প্রজাতির সাপ মেরে ফেলছে। সাপ খুব উপকারী প্রানী, এরা ফসলের ক্ষতিকর পোকা মাকড় খেয়ে থাকে। তাই তিনি কৃষকদের সচেতন ভাবে মাঠে কাজ করার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার আলী মোল্লা।
- আরও পড়ুনঃ তানোরে সরকারি রাস্তার গাছ নিধনের অভিযোগ
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, থানার ওসি আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.মোঃ হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সাংবাদিক আবদুস সবুর কাজল প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিন্ট