রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে এক জনকে আসামি করে তানোর থানায় মামলা করেছেন।
এ ঘটনায় পুলিশ মমিনুর রহমান(২৫) নামের একজনকে আটক করেছেন। আটক মমিনুর রহমান উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) ঘোলকান্দর গ্রামের মুনসুর রহমানের পুত্র।
জানা গেছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) ঘোলকান্দর গ্রামের মুনসুর রহমানের পুত্র বখাটে মমিনুর রহমান (২৫) দীর্ঘদিন ধরে একই গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়েও সাঁড়া পেতে ব্যর্থ হয়। পরবর্তীতে বখাটে মমিনুর রহমান গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূর শয়নকক্ষে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত বুধবার ধর্ষক মমিনুর রহমানকে গ্রেফতার ও কারাগারে প্রেরণ করেন। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণকারীকে গ্রেফতার ও কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট