ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালপুরে ইসকনকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Logo মুকসুদপুরে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া আটক Logo “এখনো গুলির শব্দ কানে বাজে” – শাহদৌলা সরকারি কলেজ কর্তৃক স্মরণ সভায় গুলি বিদ্ধ রনি আহমেদ Logo লালপুরে রেললাইনে ফাটল, ট্রেন চলাচলে ধীরগতি Logo লালপুরে পদ্মা কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান Logo আমতলীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ Logo বাবাকে তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা, উদ্ধারের পর ইউএনওের তৎপরতা Logo দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর: মধ্যরাতে ইবিতে বিক্ষোভ Logo ভূরুঙ্গামারীতে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা, ১৪৪ ধারা জারি Logo ৪ মাসে ৩ শতাধিক আন্দোলন, দাবি আদায়ে এ কী কৌশল!
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আলফাডাঙ্গায় শৌচাগারের অভাবে ভোগান্তি মানুষের

মাজেদ হোসেন তার পরিবার নিয়ে পৌরসভার সদর বাজারে এসেছেন কেনাকাটা করতে। তবে প্রয়োজনীয় শৌচাগার না থাকায় ভোগান্তির কথা বলেন, এখানে অনেক বার বাজার করতে এসেছি কোনো দোকানে ওয়াশরুম নেই। আমার এক ছেলের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। বাজারে কোনো ওয়াশরুম না থাকায় বেশ কিছু পথ হেটে হাইস্কুল মসজিদে ওয়াশরুমের কাজ সারতে হয়েছে।

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভা বর্তমান ‘খ’ শ্রেণিতে অন্তভূক্ত হয়েছে। উপজেলা সদরের একমাত্র বড় বাজার হওয়াতে মানুষের আনাগোনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে সপ্তাহে রোববার ও বুধবার হাট বসে।

প্রতিদিন বিভিন্ন স্থান থেকে উপজেলা সদর বাজারে ভিড় করে হাজারও মানুষ। তবে এ শহরের প্রাণকেন্দ্র ও বিপণিবিতানগুলোয় কোনো পাবলিক টয়লেট বা শৌচাগার না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সবাইকে।

সংশ্লিষ্টরা বলছেন, সদর বাজারের প্রাণকেন্দ্র্ধেসঢ়; আলফাডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে ডক মার্কেটে একটি ভবন তৈরী করা হয়েছে, সেখানে পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে। ভবন ও আনুসঙ্গিক কাজ শেষ হয়েছে যে কোনো মুহুত্বে এটা চালু হবে। তখন আর মানুষের ভোগান্তি থাকবে না।

বাজারের বিভিন্ন দোকান ঘুরে দোকানিদের সাথে কথা বলে জানা গেছে, এই পৌর শহর সদর বাজারে ছোট-বড় মিলিয়ে বিভিন্ন দোকান ও গার্মেন্টসহ প্রায় সাত শতাধিক দোকান রয়েছে। তবে এসব দোকানের কোথাও নেই শৌচাগার ব্যবস্থা। সপ্তাহে দুই দিন হাটবারে হাজার হাজার মানুষের আগমন ঘটে বাজারে। বাজারের পাশে মসজিদ ওথানায় গিয়ে ওয়াশরুমের কাজ সারতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। বাজারের মধ্যে ডক মার্কেটে একটি শৌচাগার স্থাপন করা হয়েছে। কখন চালু হবে বলতে পারছে না তারা।
পৌর এলাকার বাস টার্মিনাল বাজার থেকে অনেক দুুরে, সেখানে দুটি টয়লেটে থাকলেও মটরশ্রমিক ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারছে না। তারা সেটা তালা মেরে রেখেছে।

মনিরুল নামের এক ব্যক্তি এসেছিলেন বাজারে কেনাকাটা করতে। তখন হঠাৎ করে শৌচাগারের প্রয়োজন হয়। পরে সে জানতে পারে বাজারে কোনো শৌচাগার নেই। থানা মসজিদে গেলে সেখানের টয়লেট বন্ধ থাকায় থানার পুলিশকে বলে থানার ওয়াশরুমের কাজ সারেন তিনি।

ডক মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, চাউলের দোকান তুলে সেখানে একটি বিল্ডিং করে শৌচাগার করা হয়েছে। তবে কখন চালু হবে বলতে পারছেনা তারা। এখন দোকানিরা বিভিন্ন ব্যক্তিদের ব্যক্তিগত ওয়াশরুমে গিয়ে জরুরী কাজ সারতে হচ্ছে।

 

পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, ডক মার্কেটের চাল চান্দি ভেঙ্গে পৌরসভার পক্ষ থেকে একটি ভবন করা হয়েছে। ভবনটিতে শুধু পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে কাজ সম্পন্ন হয়েছে। যে কোনো সময় চালু হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লালপুরে ইসকনকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

error: Content is protected !!

আলফাডাঙ্গায় শৌচাগারের অভাবে ভোগান্তি মানুষের

আপডেট টাইম : ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

মাজেদ হোসেন তার পরিবার নিয়ে পৌরসভার সদর বাজারে এসেছেন কেনাকাটা করতে। তবে প্রয়োজনীয় শৌচাগার না থাকায় ভোগান্তির কথা বলেন, এখানে অনেক বার বাজার করতে এসেছি কোনো দোকানে ওয়াশরুম নেই। আমার এক ছেলের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। বাজারে কোনো ওয়াশরুম না থাকায় বেশ কিছু পথ হেটে হাইস্কুল মসজিদে ওয়াশরুমের কাজ সারতে হয়েছে।

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভা বর্তমান ‘খ’ শ্রেণিতে অন্তভূক্ত হয়েছে। উপজেলা সদরের একমাত্র বড় বাজার হওয়াতে মানুষের আনাগোনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে সপ্তাহে রোববার ও বুধবার হাট বসে।

প্রতিদিন বিভিন্ন স্থান থেকে উপজেলা সদর বাজারে ভিড় করে হাজারও মানুষ। তবে এ শহরের প্রাণকেন্দ্র ও বিপণিবিতানগুলোয় কোনো পাবলিক টয়লেট বা শৌচাগার না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সবাইকে।

সংশ্লিষ্টরা বলছেন, সদর বাজারের প্রাণকেন্দ্র্ধেসঢ়; আলফাডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে ডক মার্কেটে একটি ভবন তৈরী করা হয়েছে, সেখানে পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে। ভবন ও আনুসঙ্গিক কাজ শেষ হয়েছে যে কোনো মুহুত্বে এটা চালু হবে। তখন আর মানুষের ভোগান্তি থাকবে না।

বাজারের বিভিন্ন দোকান ঘুরে দোকানিদের সাথে কথা বলে জানা গেছে, এই পৌর শহর সদর বাজারে ছোট-বড় মিলিয়ে বিভিন্ন দোকান ও গার্মেন্টসহ প্রায় সাত শতাধিক দোকান রয়েছে। তবে এসব দোকানের কোথাও নেই শৌচাগার ব্যবস্থা। সপ্তাহে দুই দিন হাটবারে হাজার হাজার মানুষের আগমন ঘটে বাজারে। বাজারের পাশে মসজিদ ওথানায় গিয়ে ওয়াশরুমের কাজ সারতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। বাজারের মধ্যে ডক মার্কেটে একটি শৌচাগার স্থাপন করা হয়েছে। কখন চালু হবে বলতে পারছে না তারা।
পৌর এলাকার বাস টার্মিনাল বাজার থেকে অনেক দুুরে, সেখানে দুটি টয়লেটে থাকলেও মটরশ্রমিক ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারছে না। তারা সেটা তালা মেরে রেখেছে।

মনিরুল নামের এক ব্যক্তি এসেছিলেন বাজারে কেনাকাটা করতে। তখন হঠাৎ করে শৌচাগারের প্রয়োজন হয়। পরে সে জানতে পারে বাজারে কোনো শৌচাগার নেই। থানা মসজিদে গেলে সেখানের টয়লেট বন্ধ থাকায় থানার পুলিশকে বলে থানার ওয়াশরুমের কাজ সারেন তিনি।

ডক মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, চাউলের দোকান তুলে সেখানে একটি বিল্ডিং করে শৌচাগার করা হয়েছে। তবে কখন চালু হবে বলতে পারছেনা তারা। এখন দোকানিরা বিভিন্ন ব্যক্তিদের ব্যক্তিগত ওয়াশরুমে গিয়ে জরুরী কাজ সারতে হচ্ছে।

 

পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, ডক মার্কেটের চাল চান্দি ভেঙ্গে পৌরসভার পক্ষ থেকে একটি ভবন করা হয়েছে। ভবনটিতে শুধু পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে কাজ সম্পন্ন হয়েছে। যে কোনো সময় চালু হবে।


প্রিন্ট