ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবঃ-হান্নান মাসউদ Logo অবৈধ সম্পদঃ হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা Logo বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের স্থান নেইঃ -রুহুল কবির রিজভী Logo এবছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে কেশবপুর উপজেলা Logo ঝালকাঠিতে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ কার্যক্রমে গতি আনতে জেলা সমন্বয়ক টিম গঠন Logo কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল‌ অনুষ্ঠিত Logo লালপুরে অগ্নিকাণ্ডে পুড়লো খামারির স্বপ্ন Logo কালুখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত Logo নিয়ম-নীতির তোয়াক্কা না করে শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিঃ কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে Logo ফরিদপুরে ২৭টি “ভূমি সেবা সহায়তা কেন্দ্র” উদ্বোধন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

র‌্যাব ৮ ও ১০ এর যৌথ অভিযানে ডাকাত সরদারসহ আটক

র‌্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল ও সিপিসি-১ পটুয়াখালী এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, ঢাকা কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদিসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত ডাকাত সরদার আব্দুল হাকিম ও ডাকাত সরদার সোহাগসহ মোট ০৮ জন দুর্ধর্ষ ডাকাত সদস্য গ্রেফতার।

 

র‌্যাব—৮, সদর কোম্পানী বরিশাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন মধ্যম মহেশপুর এলাকায় একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্যগন বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটার কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দলের সর্দার আব্দুল হাকিম এর বসত ঘরের মধ্যে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছে।

 

এর প্রেক্ষিতে র‌্যাব—৮, বরিশালের একটি আভিযানিক দল গত ২৯/০৬/২৪ তারিখ আনুমানিক ১৭.২৫ ঘটিকায় বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন ডাকাত দলের সর্দার আব্দুল হাকিম এর বসত ঘরের নিকট উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টাকালে আন্তঃজেলা ডাকাত সরদার (১) আব্দুল হাকিম (৪৮) (ডাকাত সরদার), পিতা— মৃত ইউসুফ জমাদ্দার, সাং—মধ্যম মহেশপুর ও সহযোগী ডাকাত (২) মিজান চৌকিদার(৪০), পিতা—মৃত সালাম চৌকিদার, সাং—শ্যামপুর, ০৪ নং ওয়ার্ড, উভয় থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, ৩। মোঃ রহিম হাওলাদার (৪০) পিতা—নুরু মিয়া হাওলাদার, সাং—কাঁটাখালী, ০৯ নং ওয়ার্ড, থানা—রাঙাবালি, জেলা—পটুয়াখালী’কে গ্রেফতার করা হয় এবং অন্যান্য কয়েকজন পালিয়ে যায়।

 

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে ৩০/০৬/২০২৪ তারিখ রাত ০১:৩০ ঘটিকায় পলায়নকৃত আসামীদের র‌্যাব—১০ এর সহায়তায় ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর সাকিনস্থ ধলেশ্বরী টোল প্লাজা এলাকা হতে পলাতক আরও ০৫ জনকে গ্রেফতার করা হয়, যাদের নাম ১। মোঃ শাওন ইসলাম সোহাগ(২৪), পিতা—মৃত ইউনুস আলী ,সাং—উত্তমপুর ,সর্ব থানা—বাকেরগঞ্জ ,জেলা—বরিশাল, ২। মোঃ রাজা খলিফা(২৫) পিতা—মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং—রসুলপুর, থানা—কাউনিয়া, জেলা—বরিশাল (ভাসমান), ৩। মোঃ নাসির হাওলাদার(৪০), পিতা—মৃত সোবহান হাওলাদার, সাং—মহেশপুর, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, ৪। মোঃ কালাম হোসেন (৩৫), পিতা— মোঃ মান্নান হোসেন, সাং—চৈলকাঠি, থানা—পটুয়াখালী সদর, জেলা—পটুয়াখালী, এ/পি সাং—বড়ইতলা (পালপাড়া) থানা—কদমতলী, ডিএমপি, ঢাকা ৫। মোঃ সেলিম মাতবর(৫০) ,পিতা—মৃত আলী হোসেন মাতবর ,সাং—ঘটকালী, থানা—আমতলী, জেলা—বরগুনা।

 

উল্লেখ্য যে, পরবর্তীতে আটককৃত ০৫ জনের মধ্যে মোঃ শাওন ইসলাম সোহাগ অত্র অঞ্চলে ইতিপূর্বে বিভিন্ন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত সরদার হিসাবে নেতৃত্ব দিয়েছে। অভিযানকালে ডাকাত দলের সর্দার আব্দুল হাকিম এর শয়ন কক্ষের খাটের নিচ হতে আব্দুল হাকিমের দেখানো তথ্য মতে প্লাস্টিকের বস্তায় জড়ানো অবস্থায় ডাকাতির উদ্দেশ্যে জড়কৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

 

গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দল ও দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। আরও স্বীকার করে যে ডাকাতি করার উদ্দেশ্যে, উল্লেখিত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবঃ-হান্নান মাসউদ

error: Content is protected !!

র‌্যাব ৮ ও ১০ এর যৌথ অভিযানে ডাকাত সরদারসহ আটক

আপডেট টাইম : ০২:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
এম এ আজিজ, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি :

র‌্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল ও সিপিসি-১ পটুয়াখালী এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, ঢাকা কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদিসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত ডাকাত সরদার আব্দুল হাকিম ও ডাকাত সরদার সোহাগসহ মোট ০৮ জন দুর্ধর্ষ ডাকাত সদস্য গ্রেফতার।

 

র‌্যাব—৮, সদর কোম্পানী বরিশাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন মধ্যম মহেশপুর এলাকায় একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্যগন বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটার কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দলের সর্দার আব্দুল হাকিম এর বসত ঘরের মধ্যে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছে।

 

এর প্রেক্ষিতে র‌্যাব—৮, বরিশালের একটি আভিযানিক দল গত ২৯/০৬/২৪ তারিখ আনুমানিক ১৭.২৫ ঘটিকায় বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন ডাকাত দলের সর্দার আব্দুল হাকিম এর বসত ঘরের নিকট উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টাকালে আন্তঃজেলা ডাকাত সরদার (১) আব্দুল হাকিম (৪৮) (ডাকাত সরদার), পিতা— মৃত ইউসুফ জমাদ্দার, সাং—মধ্যম মহেশপুর ও সহযোগী ডাকাত (২) মিজান চৌকিদার(৪০), পিতা—মৃত সালাম চৌকিদার, সাং—শ্যামপুর, ০৪ নং ওয়ার্ড, উভয় থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, ৩। মোঃ রহিম হাওলাদার (৪০) পিতা—নুরু মিয়া হাওলাদার, সাং—কাঁটাখালী, ০৯ নং ওয়ার্ড, থানা—রাঙাবালি, জেলা—পটুয়াখালী’কে গ্রেফতার করা হয় এবং অন্যান্য কয়েকজন পালিয়ে যায়।

 

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে ৩০/০৬/২০২৪ তারিখ রাত ০১:৩০ ঘটিকায় পলায়নকৃত আসামীদের র‌্যাব—১০ এর সহায়তায় ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর সাকিনস্থ ধলেশ্বরী টোল প্লাজা এলাকা হতে পলাতক আরও ০৫ জনকে গ্রেফতার করা হয়, যাদের নাম ১। মোঃ শাওন ইসলাম সোহাগ(২৪), পিতা—মৃত ইউনুস আলী ,সাং—উত্তমপুর ,সর্ব থানা—বাকেরগঞ্জ ,জেলা—বরিশাল, ২। মোঃ রাজা খলিফা(২৫) পিতা—মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং—রসুলপুর, থানা—কাউনিয়া, জেলা—বরিশাল (ভাসমান), ৩। মোঃ নাসির হাওলাদার(৪০), পিতা—মৃত সোবহান হাওলাদার, সাং—মহেশপুর, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, ৪। মোঃ কালাম হোসেন (৩৫), পিতা— মোঃ মান্নান হোসেন, সাং—চৈলকাঠি, থানা—পটুয়াখালী সদর, জেলা—পটুয়াখালী, এ/পি সাং—বড়ইতলা (পালপাড়া) থানা—কদমতলী, ডিএমপি, ঢাকা ৫। মোঃ সেলিম মাতবর(৫০) ,পিতা—মৃত আলী হোসেন মাতবর ,সাং—ঘটকালী, থানা—আমতলী, জেলা—বরগুনা।

 

উল্লেখ্য যে, পরবর্তীতে আটককৃত ০৫ জনের মধ্যে মোঃ শাওন ইসলাম সোহাগ অত্র অঞ্চলে ইতিপূর্বে বিভিন্ন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত সরদার হিসাবে নেতৃত্ব দিয়েছে। অভিযানকালে ডাকাত দলের সর্দার আব্দুল হাকিম এর শয়ন কক্ষের খাটের নিচ হতে আব্দুল হাকিমের দেখানো তথ্য মতে প্লাস্টিকের বস্তায় জড়ানো অবস্থায় ডাকাতির উদ্দেশ্যে জড়কৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

 

গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দল ও দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। আরও স্বীকার করে যে ডাকাতি করার উদ্দেশ্যে, উল্লেখিত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল।


প্রিন্ট