ঢাকা , শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তানোরে গ্রামীণ ব্যাংকের গাছ বাণিজ্য Logo চরভদ্রাসনে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে গামবুট ও ছাতা বিতরন Logo বৃষ্টি হলে আকাশের দিকে তাকিয়ে থাকে অসহায় পরিবারটি Logo ফরিদপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ‌দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা Logo কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড Logo আলফাডাঙ্গায় ইউপি চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন জমা Logo কালুখালীর গুনি শিক্ষক আফসার উদ্দীন আর নেই Logo আমতলীতে ফেইসবুকে স্টাটাস দিয়ে চায়ের দোকানদারের আত্মহত্যা Logo টানা চতুর্থ দিনের মতো চলছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি Logo কুষ্টিয়া দৌলতপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কালুখালীতে আনসার সদস্যের জমি ক্রয় কেরামতিঃ ভেঙ্গে নিচ্ছে ১৯ বছরের বসতবাড়ী

রাজবাড়ীর কালুখালী উপজেলার এক আনসার সদস্যের জমি ক্রয় কেরামতির ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছে এক কৃষক পরিবার। তার কেরামতির ফাঁদে পরে নাজেহাল গ্রাম্য মাতবর,স্কুল শিক্ষক,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অনেকে। কখন সে কি করে,তা নিয়ে সবাই চমকিত।

২৭-১০-২০০৫ সালে সে মা রোকেয়া বেগমের নামে চাঁদমৃগী মৌজার  ৫.৫ শতাংশ জমি ক্রয় করে পবনপাঁচবাড়ীয়া গ্রামের মজিবর রহমানের কাছ থেকে। ক্রয়কৃত জমির দাগ নং বিএস ৪৮২। যার চৌহদ্দি পূর্বে ওকিল,পশ্চিমে কুদ্দুস,উত্তরে আতিকুল ও দক্ষিনে খাল। ক্রয়ের পরদিন সে জমিটির দখল বুঝে নিয়ে বাড়ী তৈরি করে।

 

এরপর পাংশা সাবরেজিষ্ট্রি অফিসে গিয়ে রেজিষ্ট্রশন কাজ সম্পন্ন করে। এ কাজে অসম্ভব এক কেরামতি দেখান কবির। তিনি দলিলে চৌহদ্দি ঠিকঠাক লিখলেও জমির দাগ নং পাল্টে ৪৮২ স্থলে ৮৪৮ লিখে নেন। উভয় জমির মালিক ও পরিমান সমান হওয়ায় বিষয়টি কেউ আমলে নেয়নি। এভাবেই বসবাস করে আসছিলো আনসার সদস্য কবির হোসেন।

 

২০২০ সালে বিষয়টি জানাজানি হলে আনসার সদস্য কবিরকে ভুল সংশোধনের প্রস্তাব দেয় মজিবর শেখ। কিন্তু কোন প্রস্তাবে সে রাজী হয় না। অবশেষে গ্রাম্য শালিস ডাকা হয়। কিন্তু তাতেও সে উপস্থিত হয় না। নিরুপায় হয়ে মজিবর শেখ ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে বিচার চেয়ে আবেদন করেন।

 

এতেও উপস্থিত হয়না আনসার সদস্য কবির। নিরুপায় হয়ে মজিবর ৩ মাস আগে চাঁদমৃগী মৌজার ৮৪৮ নং বসতবাড়ী স্থাপন করে। এবার নড়ে চড়ে বসছে কবির। সে ওই জমিতে ফিরে যাবার ঘোষনা দিয়েছে। শুরু করেছে শুরু করেছে ১৯ বছরের বসতবাড়ী ভাঙ্গার কাজ।

 

শনিবার সকালে বাড়ী ভাঙ্গার কাজ চলাকালে কবিরের সাথে দেখা হয়। সে জানায়, এখানে ভালো লাগছে না। তাই দূরে চলে যাবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে গ্রামীণ ব্যাংকের গাছ বাণিজ্য

error: Content is protected !!

কালুখালীতে আনসার সদস্যের জমি ক্রয় কেরামতিঃ ভেঙ্গে নিচ্ছে ১৯ বছরের বসতবাড়ী

আপডেট টাইম : ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

রাজবাড়ীর কালুখালী উপজেলার এক আনসার সদস্যের জমি ক্রয় কেরামতির ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছে এক কৃষক পরিবার। তার কেরামতির ফাঁদে পরে নাজেহাল গ্রাম্য মাতবর,স্কুল শিক্ষক,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অনেকে। কখন সে কি করে,তা নিয়ে সবাই চমকিত।

২৭-১০-২০০৫ সালে সে মা রোকেয়া বেগমের নামে চাঁদমৃগী মৌজার  ৫.৫ শতাংশ জমি ক্রয় করে পবনপাঁচবাড়ীয়া গ্রামের মজিবর রহমানের কাছ থেকে। ক্রয়কৃত জমির দাগ নং বিএস ৪৮২। যার চৌহদ্দি পূর্বে ওকিল,পশ্চিমে কুদ্দুস,উত্তরে আতিকুল ও দক্ষিনে খাল। ক্রয়ের পরদিন সে জমিটির দখল বুঝে নিয়ে বাড়ী তৈরি করে।

 

এরপর পাংশা সাবরেজিষ্ট্রি অফিসে গিয়ে রেজিষ্ট্রশন কাজ সম্পন্ন করে। এ কাজে অসম্ভব এক কেরামতি দেখান কবির। তিনি দলিলে চৌহদ্দি ঠিকঠাক লিখলেও জমির দাগ নং পাল্টে ৪৮২ স্থলে ৮৪৮ লিখে নেন। উভয় জমির মালিক ও পরিমান সমান হওয়ায় বিষয়টি কেউ আমলে নেয়নি। এভাবেই বসবাস করে আসছিলো আনসার সদস্য কবির হোসেন।

 

২০২০ সালে বিষয়টি জানাজানি হলে আনসার সদস্য কবিরকে ভুল সংশোধনের প্রস্তাব দেয় মজিবর শেখ। কিন্তু কোন প্রস্তাবে সে রাজী হয় না। অবশেষে গ্রাম্য শালিস ডাকা হয়। কিন্তু তাতেও সে উপস্থিত হয় না। নিরুপায় হয়ে মজিবর শেখ ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে বিচার চেয়ে আবেদন করেন।

 

এতেও উপস্থিত হয়না আনসার সদস্য কবির। নিরুপায় হয়ে মজিবর ৩ মাস আগে চাঁদমৃগী মৌজার ৮৪৮ নং বসতবাড়ী স্থাপন করে। এবার নড়ে চড়ে বসছে কবির। সে ওই জমিতে ফিরে যাবার ঘোষনা দিয়েছে। শুরু করেছে শুরু করেছে ১৯ বছরের বসতবাড়ী ভাঙ্গার কাজ।

 

শনিবার সকালে বাড়ী ভাঙ্গার কাজ চলাকালে কবিরের সাথে দেখা হয়। সে জানায়, এখানে ভালো লাগছে না। তাই দূরে চলে যাবো।