পাবনার চাটমোহরে সোমবার (৩১ মে) বিকেল ৩টার দিকে গাছ থেকে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন সবুজ হোসেন (২৭) নামের এক যুবক। নিহত সবুজ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। দূর্ঘটনাটি ঘটেছে
জানা গেছে,সবুজ হোসেন বাড়ির পাশে গাছ থেকে তালশাঁসের জন্য তাল পাড়তে গাছে ওঠেন। তালগাছের পাশ দিয়ে বিদ্যুৎতের লাইন ছিল। তাল পাড়ার সময় হঠাৎ সবুজের শরীরে বিদ্যুতের তারের স্পর্শ লাগে।
এসময় সে ছিটকে নিচে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মূলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল সবুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিন্ট