ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া মেডিকেল কলেজে রোগী ভর্তি শুরু Logo শিবপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ Logo দিনাজপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধান বিচারপতির বৃত্তি প্রদান Logo রাজশাহীতে মোবাইল কোর্টে ৪ জন কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা Logo রাজবাড়ী-২ আসনের এমপি প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি Logo খোকসায় ধর্ষিতা পরিবারকে সাহায্যে হাত বাড়ালেন ইউএনও প্রদীপ্ত রায় দীপন Logo চুয়াডাঙ্গার ভীমরুল্লায় বিয়াই-বিয়ানকে বিয়ে Logo বোয়ালমারীতে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুললেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না -নুসরাত তাবাসসুম Logo দৌলতদিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়, নেই ভোগান্তি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নাটোরের বাগাতিপাড়ায় অ্যান্টিভেনমের মাধ্যমে সাপে কাটা রোগীর চিকিৎসা শুরু

নাটোরের বাগাতিপাড়ায় মো. আকরাম উদ্দিন (২৪) নামে এক যুবকের শরীরে প্রয়োগের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর অ্যান্টিভেনম চিকিৎসা শুরু হয়েছে।

বুধবার সকালে ওই যুবকের শরীরে প্রয়োগের মাধ্যমে এই উপজেলায় প্রথম চিকিৎসা শুরু করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মো. আব্দুর রাজ্জাক।

সাপে কাটা যুবক আকরাম উদ্দিন ঝিনাইদহ সদরের তেঁতুলতলা মোড় এলাকার মো. বসির বিশ্বাসের ছেলে।

আকরাম উদ্দিন বলেন, তিনি দীর্ঘদিন থেকে শ্বশুরের এলাকায় থেকে দিনমজুরের কাজ করেন। বুধবার সকালে অন্যের জমিতে তিল কাটতে যান তিনি। এ সময় তার ডান পায়ে বিষধর সাপে দংশন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার আত্মীয় স্বজনরা তাকে বাগাতিপাড়া হাসপাতালে নিয়ে আসে।

আকরাম আরও বলেন, সেখানে চিকিৎসা নেয়ার পর তিনি অনেক ভালো আছেন এবং হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

বাগাতিপাড়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আকরাম উদ্দিন নামে সাপে কাটা এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার আত্মীয়রা। ওই যুবকের শারীরিক অবস্থা দেখে তারা নিশ্চিত হন যে তাকে বিষধর সাপে কেটেছে। এরই প্রেক্ষিতে আকরামের শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করানো হয়।

ডা. মো. আব্দুর রাজ্জাক আরও জানান, এই প্রথম বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অ্যান্টিভেনম চিকিৎসা দেওয়া হলো। বর্তমানে আকরাম উদ্দিন সেখানেই চিকিৎসাধীন আছেন এবং তিনি ভালো আছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া মেডিকেল কলেজে রোগী ভর্তি শুরু

error: Content is protected !!

নাটোরের বাগাতিপাড়ায় অ্যান্টিভেনমের মাধ্যমে সাপে কাটা রোগীর চিকিৎসা শুরু

আপডেট টাইম : ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় মো. আকরাম উদ্দিন (২৪) নামে এক যুবকের শরীরে প্রয়োগের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর অ্যান্টিভেনম চিকিৎসা শুরু হয়েছে।

বুধবার সকালে ওই যুবকের শরীরে প্রয়োগের মাধ্যমে এই উপজেলায় প্রথম চিকিৎসা শুরু করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মো. আব্দুর রাজ্জাক।

সাপে কাটা যুবক আকরাম উদ্দিন ঝিনাইদহ সদরের তেঁতুলতলা মোড় এলাকার মো. বসির বিশ্বাসের ছেলে।

আকরাম উদ্দিন বলেন, তিনি দীর্ঘদিন থেকে শ্বশুরের এলাকায় থেকে দিনমজুরের কাজ করেন। বুধবার সকালে অন্যের জমিতে তিল কাটতে যান তিনি। এ সময় তার ডান পায়ে বিষধর সাপে দংশন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার আত্মীয় স্বজনরা তাকে বাগাতিপাড়া হাসপাতালে নিয়ে আসে।

আকরাম আরও বলেন, সেখানে চিকিৎসা নেয়ার পর তিনি অনেক ভালো আছেন এবং হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

বাগাতিপাড়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আকরাম উদ্দিন নামে সাপে কাটা এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার আত্মীয়রা। ওই যুবকের শারীরিক অবস্থা দেখে তারা নিশ্চিত হন যে তাকে বিষধর সাপে কেটেছে। এরই প্রেক্ষিতে আকরামের শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করানো হয়।

ডা. মো. আব্দুর রাজ্জাক আরও জানান, এই প্রথম বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অ্যান্টিভেনম চিকিৎসা দেওয়া হলো। বর্তমানে আকরাম উদ্দিন সেখানেই চিকিৎসাধীন আছেন এবং তিনি ভালো আছেন।

প্রিন্ট