পাবনার চাটমোহরের মথুরাপুর ইউনিয়নের উথুলী গ্রামের কাঠ বাদামতলা এলাকার শামিম হোসেন নামক এক ব্যক্তির চারটি গরু চুরি হয়েছে।
মঙ্গলবার (০১.১২.২০) ভোরে ঘুম থেকে উঠে শামিম হোসেন বাড়ির উঠানে গেলে গোয়ালের দিকে তাকিয়ে দেখতে পান তার চারটি গরুর একটিও নেই।
শামিম হোসেন জানান, অন্যান্য রাতের মতো সোমবার দিবাগত রাতে গরু বেঁধে রেখে ঘুমাতে যাই। সকালে দেখি তিনটি দেশি বকনা গরু ও একটি গাভী নাই। গরু গুলোর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
অনেক খোঁজাখুজি করেও গরু গুলোর সন্ধান পাইনি। থানায় একটি অভিযোগ করেছি।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি।