সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই, স্লোগানকে সমানে রেখে উপজেলা নির্বাচন পরবর্তী রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল ১১টায় বাজুবাঘা ইউনিয়ন পরিষদে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, এর সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজন করে।
বাঘা উপজেলা পিএফজির সম্বনয়কারী উত্তম কুমার পাল এর সঞ্চালনায়, এতে বক্তব্য রাখেন রাজনৈতিক দলের এম্বাসেডরস-আওয়ামীলীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম, ওয়াকার্স পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ফরজ আলী, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান, সুশীল সমাজের সাবেক অধ্যক্ষ এনামুল হাসান, ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুল হক, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর রাজশাহী অঞ্চলের স¤œয়কারী নাজমুল হুদা মিনার।
সমাবেশে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থধাপে অনুষ্ঠিত, বাঘা উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয় উল্লেখ করে বক্তারা বলেন, রাসেল’স ভাইপার সাপের মতো দেশে দূর্নীতিবাজদের সংখ্যা দীর্ঘ হচ্ছে। তারা রাজনৈতিক ব্যক্তিদের সহিংসতা পরিহার করে শন্তিপূর্ণ পরিবেশ রক্ষা সহ জনকল্যাণমূখী কাজে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে পিএফজি সদস্য-বিপাশা খাতুন, রানু আক্তারী, হোসনেয়ারা রিতা, বিজয় কুমার সরকার, শরিফা খাতুন, মহসিন আলী, আদুরি খাতুন, ফিরোজ আহমেদ, বাঘা মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহানুর আলম বাবু, রিপোটার্স ক্লাবের সম্পাদক দিলদার হোসেন, সাংবাদিক লালন উদ্দীন, আব্দুল হামিদ মিঞা, ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিন্ট