ঢাকা , সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় ভাতিজার বটির কোপে চাচা নিহত

কুষ্টিয়ার সদর উপজেলায় ভাতিজার ব‌টির কো‌পে বাদশা প্রামানিক (৬০) না‌মে এক বৃদ্ধ নিহত হ‌য়ে‌ছেন। রোববার (১৬ জুন) বি‌কেলে হাটশ হ‌রিপুর ইউনিয়নের আমজাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ওসি শেখ সো‌হেল রানা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। নিহত বাদশা প্রামা‌নিক একই এলাকার মৃত ভাদু প্রামা‌নিকের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম মাসুদ প্রামা‌নিক (৪০)। সম্প‌র্কে তার‌া চাচা-ভা‌তিজা। স্বজন‌দের দা‌বি- তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে এই হত‌্যাকা‌ণ্ড ঘটেছে।

পু‌লিশ ও স্থানীয়রা জা‌নান, ভাতিজা মাসুদ গরুর দুধ রে‌খে‌ছিলেন চাচার ফ্রিজে। প্রয়োজ‌নে ফ্রিজ থে‌কে দুধ আন‌তে গে‌লে বিদ‌্যুৎ না থাকায় এখন দেওয়া যা‌বে না ব‌লে জানান চাচা। এতে দুইজ‌নের ম‌ধ্যে কথা কাটাকাটি ও হাতাহা‌তির পর্যা‌য়ে পৌঁছায়। এক পর্যা‌য়ে ভাতিজা মাসুদ বটি দিয়ে চাচা বাদশার কোমর বরাবর কোপ দেন। এ সময় স্থানীয়রা চাচা বাদশাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

হাটশ হ‌রিপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোস্তাক হো‌সেন মাসুদ ব‌লেন, ঘটনা আমি শু‌নে‌ছি। নি‌জে‌দের পা‌রিবা‌রিক ঝগড়ায় ভা‌তিজার ব‌টির আঘা‌তে চাচা নিহত হ‌য়ে‌ছেন। পু‌লিশ বিষয়‌টি নি‌য়ে তদন্ত কর‌ছে।

 

ওসি শেখ সো‌হেল রানা ব‌লেন, তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে এ ঘটনা ঘ‌টে‌ছে। ঘটনার পর থে‌কে নিজ ঘরে তালা লাগিয়ে স্ত্রী-সন্তানসহ পালিয়ে যান মাসুদ। এ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় ভাতিজার বটির কোপে চাচা নিহত

আপডেট টাইম : ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :

কুষ্টিয়ার সদর উপজেলায় ভাতিজার ব‌টির কো‌পে বাদশা প্রামানিক (৬০) না‌মে এক বৃদ্ধ নিহত হ‌য়ে‌ছেন। রোববার (১৬ জুন) বি‌কেলে হাটশ হ‌রিপুর ইউনিয়নের আমজাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ওসি শেখ সো‌হেল রানা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। নিহত বাদশা প্রামা‌নিক একই এলাকার মৃত ভাদু প্রামা‌নিকের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম মাসুদ প্রামা‌নিক (৪০)। সম্প‌র্কে তার‌া চাচা-ভা‌তিজা। স্বজন‌দের দা‌বি- তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে এই হত‌্যাকা‌ণ্ড ঘটেছে।

পু‌লিশ ও স্থানীয়রা জা‌নান, ভাতিজা মাসুদ গরুর দুধ রে‌খে‌ছিলেন চাচার ফ্রিজে। প্রয়োজ‌নে ফ্রিজ থে‌কে দুধ আন‌তে গে‌লে বিদ‌্যুৎ না থাকায় এখন দেওয়া যা‌বে না ব‌লে জানান চাচা। এতে দুইজ‌নের ম‌ধ্যে কথা কাটাকাটি ও হাতাহা‌তির পর্যা‌য়ে পৌঁছায়। এক পর্যা‌য়ে ভাতিজা মাসুদ বটি দিয়ে চাচা বাদশার কোমর বরাবর কোপ দেন। এ সময় স্থানীয়রা চাচা বাদশাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

হাটশ হ‌রিপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোস্তাক হো‌সেন মাসুদ ব‌লেন, ঘটনা আমি শু‌নে‌ছি। নি‌জে‌দের পা‌রিবা‌রিক ঝগড়ায় ভা‌তিজার ব‌টির আঘা‌তে চাচা নিহত হ‌য়ে‌ছেন। পু‌লিশ বিষয়‌টি নি‌য়ে তদন্ত কর‌ছে।

 

ওসি শেখ সো‌হেল রানা ব‌লেন, তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে এ ঘটনা ঘ‌টে‌ছে। ঘটনার পর থে‌কে নিজ ঘরে তালা লাগিয়ে স্ত্রী-সন্তানসহ পালিয়ে যান মাসুদ। এ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট