ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন Logo কুষ্টিয়ার সীমান্তে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ Logo যশোরের মণিরামপুরে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের সভাপতি হলেন লিটন মোড়ল Logo নাটোরের নলডাঙ্গায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত Logo নরসিংদীতে কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আলিম আর নেই Logo লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক Logo তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টা Logo কালাইয়ে অটোভ্যানের সোকাব ভেঙ্গে চালক নিহত Logo টেকনোলজির উন্নয়ন ও সামাজিক অবক্ষয়
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভীড় কম পার্লারে, ব্যস্ততা সেলুনে

কোরবানির ঈদে ব্যবসায় ভাটা পড়েছে পার্লার কর্মীদের। পার্লারগুলোতে নেই গ্রাহকের ভিড়। অলস সময় কাটছে পার্লার কর্মীদের। সাধারণত রোজার ঈদের সময় বিউটি পার্লারগুলোতে তিল ধারণের ঠাঁই থাকে না। নারীরা ঈদের দিন নিজেদের সুন্দর দেখতে চান। এ উৎসাহে কোরবানির ঈদে অনেকটাই ভাটা দেখা যায়।

রোববার (১৬ জুন) উপজেলার বিভিন্ন বিউটি পার্লারে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। রোজার ঈদের মতো ভিড় ও ব্যস্ততা নেই পার্লারগুলোয়; কর্মীরা অলস সময় পার করছেন। রোজার ঈদে নারীরা বিভিন্ন প্যাকেজ সেবা নিলেও এ ঈদে সাধারণ সেবা নিচ্ছেন।

পার্লারের স্বত্বাধিকারীরা বলছেন, ঘরের কাজ থেকে একটু অবসর পেলেই নারীরা হাত, মুখ, চুল, ত্বকের যতেœর জন্য পার্লারে যান বিশেষ দিনে নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপনের জন্য। তবে ঈদুল আজহায় পশু কোরবানি ও মাংস সংরক্ষণের কাজে ব্যস্ত থাকায় অনেক নারী ঈদের পর পার্লারে যান। তারা বলছেন কোরবানির ঈদের সময় উপচে পড়া ভিড় কখনোই থাকে না। সবাই কোরবানি নিয়েই ব্যস্ত থাকেন।

উপজেলার প্রিয় ডিজিটাল বিউটি পার্লারের স্বত্তাধিকারি ডালিয়া ইসলাম বলেন, ‘এখন অনেকটাই কর্মহীন। এক-দুটা সার্ভিস দিচ্ছি শুধু। কারণ, সবাই ঈদের পর আসবে। সবার টার্গেট এটা যে, ঈদের সব কাজ শেষ করে পেডিকিউর-মেনিকিউর বা অন্যান্য সার্ভিস নিতে আসবে।’ যে ব্যস্ততা আশা করেছিলাম, তা থেকে অনেক কম ব্যস্ততা এবারের ঈদে। অনেক বেশি ভিড় নেই। আশা করছি, কোরবানির ঈদের ব্যস্ততা শেষে নারীরা পার্লারে সেবা নিতে আসবেন। বিউটি পার্লারে ফেসিয়াল, হেয়ার সার্ভিস বেশি নিয়ে থাকেন নারীরা। এবার ঈদে বৌসাজ কনট্রাক্ট চলছে।

সেবা নিতে আসা কয়েকজন নারীর কাছ থেকেও একই তথ্য পাওয়া গেছে। লিজা নামের একজন নারি বলেন, কোরবানির ঈদের আগে এখন হেয়ার ও ফেসিয়ালটাই করে থাকি। ঈদের পর হাত ও পায়ের সার্ভিস নিতে আসব।

জেমস পার্লারের স্বত্তাধিকারি রফিক হোসেন জানান, সব পার্লারে এখন বিভিন্ন ধরনের ফেসিয়াল, হেয়ার কেয়ার, ক্লুপ্লাপ, হারবাল ফেসিয়াল, ফেয়ার পলিশসহ হেয়ার স্টাইলের মধ্যে বাহারি রঙের চুল কালার করার পাশাপাশি বিভিন্ন শেপের হেয়ার কাটিংসের প্যাকেজ অফার করছে ঈদ উপলক্ষে। এ ছাড়া তারা সিঙ্গেল সার্ভিসও দিচ্ছে। কোরবানির ঈদে যদিও হাতে মেহেদি দেওয়ার চাহিদা কম থাকে, তবুও কিছু পার্লারে মেহেদি প্যাকেজও থাকছে অন্যান্য সার্ভিসের সঙ্গে।

 

বাঘা পৌর এলাকার বাচ্চু সেলুনের স্বত্তাধিকারি বাচ্চু হোসেন বলেন, হেয়ার সার্ভিস বেশি নিচ্ছেন পুরুষরা। সাধারণভাবে রোজার ও কোরবানির ঈদে ভিড় বেশি থাকে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

error: Content is protected !!

ভীড় কম পার্লারে, ব্যস্ততা সেলুনে

আপডেট টাইম : ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

কোরবানির ঈদে ব্যবসায় ভাটা পড়েছে পার্লার কর্মীদের। পার্লারগুলোতে নেই গ্রাহকের ভিড়। অলস সময় কাটছে পার্লার কর্মীদের। সাধারণত রোজার ঈদের সময় বিউটি পার্লারগুলোতে তিল ধারণের ঠাঁই থাকে না। নারীরা ঈদের দিন নিজেদের সুন্দর দেখতে চান। এ উৎসাহে কোরবানির ঈদে অনেকটাই ভাটা দেখা যায়।

রোববার (১৬ জুন) উপজেলার বিভিন্ন বিউটি পার্লারে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। রোজার ঈদের মতো ভিড় ও ব্যস্ততা নেই পার্লারগুলোয়; কর্মীরা অলস সময় পার করছেন। রোজার ঈদে নারীরা বিভিন্ন প্যাকেজ সেবা নিলেও এ ঈদে সাধারণ সেবা নিচ্ছেন।

পার্লারের স্বত্বাধিকারীরা বলছেন, ঘরের কাজ থেকে একটু অবসর পেলেই নারীরা হাত, মুখ, চুল, ত্বকের যতেœর জন্য পার্লারে যান বিশেষ দিনে নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপনের জন্য। তবে ঈদুল আজহায় পশু কোরবানি ও মাংস সংরক্ষণের কাজে ব্যস্ত থাকায় অনেক নারী ঈদের পর পার্লারে যান। তারা বলছেন কোরবানির ঈদের সময় উপচে পড়া ভিড় কখনোই থাকে না। সবাই কোরবানি নিয়েই ব্যস্ত থাকেন।

উপজেলার প্রিয় ডিজিটাল বিউটি পার্লারের স্বত্তাধিকারি ডালিয়া ইসলাম বলেন, ‘এখন অনেকটাই কর্মহীন। এক-দুটা সার্ভিস দিচ্ছি শুধু। কারণ, সবাই ঈদের পর আসবে। সবার টার্গেট এটা যে, ঈদের সব কাজ শেষ করে পেডিকিউর-মেনিকিউর বা অন্যান্য সার্ভিস নিতে আসবে।’ যে ব্যস্ততা আশা করেছিলাম, তা থেকে অনেক কম ব্যস্ততা এবারের ঈদে। অনেক বেশি ভিড় নেই। আশা করছি, কোরবানির ঈদের ব্যস্ততা শেষে নারীরা পার্লারে সেবা নিতে আসবেন। বিউটি পার্লারে ফেসিয়াল, হেয়ার সার্ভিস বেশি নিয়ে থাকেন নারীরা। এবার ঈদে বৌসাজ কনট্রাক্ট চলছে।

সেবা নিতে আসা কয়েকজন নারীর কাছ থেকেও একই তথ্য পাওয়া গেছে। লিজা নামের একজন নারি বলেন, কোরবানির ঈদের আগে এখন হেয়ার ও ফেসিয়ালটাই করে থাকি। ঈদের পর হাত ও পায়ের সার্ভিস নিতে আসব।

জেমস পার্লারের স্বত্তাধিকারি রফিক হোসেন জানান, সব পার্লারে এখন বিভিন্ন ধরনের ফেসিয়াল, হেয়ার কেয়ার, ক্লুপ্লাপ, হারবাল ফেসিয়াল, ফেয়ার পলিশসহ হেয়ার স্টাইলের মধ্যে বাহারি রঙের চুল কালার করার পাশাপাশি বিভিন্ন শেপের হেয়ার কাটিংসের প্যাকেজ অফার করছে ঈদ উপলক্ষে। এ ছাড়া তারা সিঙ্গেল সার্ভিসও দিচ্ছে। কোরবানির ঈদে যদিও হাতে মেহেদি দেওয়ার চাহিদা কম থাকে, তবুও কিছু পার্লারে মেহেদি প্যাকেজও থাকছে অন্যান্য সার্ভিসের সঙ্গে।

 

বাঘা পৌর এলাকার বাচ্চু সেলুনের স্বত্তাধিকারি বাচ্চু হোসেন বলেন, হেয়ার সার্ভিস বেশি নিচ্ছেন পুরুষরা। সাধারণভাবে রোজার ও কোরবানির ঈদে ভিড় বেশি থাকে।


প্রিন্ট