ঢাকা , শনিবার, ১৫ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ঈদকে সামনে রেখে হাতিয়ার গুরুত্বপূর্ণ ঘাটে কোস্টগার্ডের নিরাপত্তার জোরদার

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা নৌ ঘাটে ও তমরুদ্দি লঞ্চ ঘাটে নিরাপত্তা টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি হাতিয়া স্টেশন।

শনিবার  (১৫ জুন) সকালে হাতিয়ার তমরদ্দি লঞ্চ ঘাটে আইনশৃঙ্খলা রক্ষা ও ঈদযাত্রা নির্ভিঘ্ন করতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন যাত্রীবাহী ট্রলারে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য মাইকিং করা হয়।

হাতিয়া কোষ্টগার্ড জানায়, সারাদেশের উপকূলীয় এলাকায় যাত্রীদের চলাচল নিরাপদ করার জন্য কোষ্টগার্ড কাজ করছে। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসা যাওয়া করে। বিশেষ করে ঈদ উপলক্ষ্যে এই সংখ্যা কয়েকগুন বেড়ে যায়। এতে যাত্রীদের চলাচল নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করতে কোষ্টগার্ড দায়িত্ব পালন করছে।

হাতিয়াতে নলচিরা ও তমরদ্দি ঘাট হয়ে সবচেয়ে বেশি মানুষ আসা যাওয়া করে। প্রতিদিন দুটি বড় লঞ্চ ঢাকা থেকে হাতিয়ার তমরদ্দি ঘাটে আসে। আবার তমরদ্দি ঘাট থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার নলচিরা ঘাট হয়ে চেয়ারম্যান ঘাট ও চট্রগ্রামের উদ্দেশ্যে অনেক যাত্রীবাহি ট্রলার চলাচল করে। এই দুটি রুটে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার যাত্রী চলাচল করে। এই দুটি ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোষ্টগার্ড দায়িত্ব পালন করে আসছে।

হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার এম মতিউর রহমান জানান, ঘাটে অতিরিক্ত যাত্রীর চাপে অনাকাংখিত ঘটনা ঘটতে পারে । এ ধরনের ঘটনা নিয়ন্ত্রন করতে কোষ্টগার্ড দায়িত্ব পালন করে আসছে।

কোস্টগার্ডের এ কার্যক্রম ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদুল আজহা পরবর্তী যাত্রী সাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঈদকে সামনে রেখে হাতিয়ার গুরুত্বপূর্ণ ঘাটে কোস্টগার্ডের নিরাপত্তার জোরদার

আপডেট টাইম : ২ ঘন্টা আগে
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা নৌ ঘাটে ও তমরুদ্দি লঞ্চ ঘাটে নিরাপত্তা টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি হাতিয়া স্টেশন।

শনিবার  (১৫ জুন) সকালে হাতিয়ার তমরদ্দি লঞ্চ ঘাটে আইনশৃঙ্খলা রক্ষা ও ঈদযাত্রা নির্ভিঘ্ন করতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন যাত্রীবাহী ট্রলারে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য মাইকিং করা হয়।

হাতিয়া কোষ্টগার্ড জানায়, সারাদেশের উপকূলীয় এলাকায় যাত্রীদের চলাচল নিরাপদ করার জন্য কোষ্টগার্ড কাজ করছে। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসা যাওয়া করে। বিশেষ করে ঈদ উপলক্ষ্যে এই সংখ্যা কয়েকগুন বেড়ে যায়। এতে যাত্রীদের চলাচল নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করতে কোষ্টগার্ড দায়িত্ব পালন করছে।

হাতিয়াতে নলচিরা ও তমরদ্দি ঘাট হয়ে সবচেয়ে বেশি মানুষ আসা যাওয়া করে। প্রতিদিন দুটি বড় লঞ্চ ঢাকা থেকে হাতিয়ার তমরদ্দি ঘাটে আসে। আবার তমরদ্দি ঘাট থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার নলচিরা ঘাট হয়ে চেয়ারম্যান ঘাট ও চট্রগ্রামের উদ্দেশ্যে অনেক যাত্রীবাহি ট্রলার চলাচল করে। এই দুটি রুটে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার যাত্রী চলাচল করে। এই দুটি ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোষ্টগার্ড দায়িত্ব পালন করে আসছে।

হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার এম মতিউর রহমান জানান, ঘাটে অতিরিক্ত যাত্রীর চাপে অনাকাংখিত ঘটনা ঘটতে পারে । এ ধরনের ঘটনা নিয়ন্ত্রন করতে কোষ্টগার্ড দায়িত্ব পালন করে আসছে।

কোস্টগার্ডের এ কার্যক্রম ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদুল আজহা পরবর্তী যাত্রী সাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।