ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৫ম তলায় নির্মাণ কাজের সময় অসাবধানতাবসত পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মোঃ শাকিল (১৭) চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হাকরুইল গ্রামের সিটু মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (১২) জুন সকাল ৮টার দিকে মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৫ম তলায় কাজে কর্মরত নির্মাণ শ্রমিক মোঃ শাকিল (১৭) অসাবধানতাবসত পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আশঙ্কাজনক প্রথমে মধুখালী উপজেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর যাওয়ার পথিমধ্য তিনি মারা যান।
নির্মাণাধীন ভবনের ৫ম তলা থেকে পড়ে কর্মরত নির্মাণ শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন। তিনি আরো বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মধুখালী উপজেলা পরিষদের বর্ধিত নির্মাণাধীন ৫ম তলার ঠিকাদারী প্রতিষ্ঠান কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ হলেও কাজ বাস্তবায়ন করছিলেন স্থানীয় আল আমীন ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
প্রিন্ট