ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কোপেনহ্গেনে “ঈদ মেলা ও ফুড ফেস্টিভ্যাল” অনুষ্ঠিত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের নরোব্ররো হেলেনে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালীদের অংশগ্রহণে “ঈদ মেলা ও ফুড ফেষ্টিভ্যাল “ উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি ফিতা কেঁটে উদ্বোধন করেন, বাংলাদেশ দূতাবাস ডেনর্মাকের সস্মানীত প্রেসিডেন্ট সাকিব সাদাকাত।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের প্রধানগণ উপস্হিত ছিলেন।অনুষ্ঠানের নিরপেক্ষতা ও অরাজনৈতিক উপস্থাপন ছিল মনে রাখার মতো।
বিভিন্ন স্টলের রকমারি আকর্ষণীয় নাম,সাথে বিভিন্ন স্বাদের রকমারী খাবার এক শান্তির নবতাল সৃষ্টি করেছিল।

 

শিল্পী কিচেনের শৈল্পিক হাতের কালা ভুনা সাথে পাবনার মিষ্টি,রানা ভাইয়ের স্বপ্নে পাওয়া সরিষার তৈল মাখানো মুড়ি, খুলনার চুইঝাল মাংস,পাবনা-ফেনীর স্টলের সিনেমার টিকেট,মারিয়া ফ্যাশনের বিভিন্ন ডিজাইনের পোশাক,লাইফ মেশিনে বানানো আখের রস ছিল বিশেষ আকর্ষণ,নতুন প্রজন্মের সোনামনিদের জন্য বিশেষ আয়োজনও ছিল চোখে পড়ার মতো।

চার ঘন্টার জন্য পুরো মেলার পরিবেশটা দেশীয় নরনারীর উপস্হিতি, রকমারি খাবার, পোশাক, বাংলা ভাষা এবং ভিন্ন সাংস্কৃতিক ও বর্ণের মানুষের উপস্হিতিতে বিদেশের মাটিতে একটি পজিটিভ বাংলাদেশে পরিণত হয়েছিল।

 

 

সাজানো-গোছানো পরিকল্পিত অরাজনৈতিক,নিরপেক্ষ ভাবে বাঙালী কৃষ্টি সংস্কৃতি,বাংলা ভাষা,খাবার এবং পোশাক সবার মাঝে উপস্হাপনের সুযোগ তৈরী করে দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই,শিল্পী ভাবী ও ইফাত সামানন্তা ভাবীর প্রতি।যাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল ও স্বার্থক হয়েছে।
মেলায় উপস্হিত দর্শকদের অনেকেই আশা করেন যে, আগামী দিনেও এইরকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কোপেনহ্গেনে “ঈদ মেলা ও ফুড ফেস্টিভ্যাল” অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের নরোব্ররো হেলেনে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালীদের অংশগ্রহণে “ঈদ মেলা ও ফুড ফেষ্টিভ্যাল “ উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি ফিতা কেঁটে উদ্বোধন করেন, বাংলাদেশ দূতাবাস ডেনর্মাকের সস্মানীত প্রেসিডেন্ট সাকিব সাদাকাত।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের প্রধানগণ উপস্হিত ছিলেন।অনুষ্ঠানের নিরপেক্ষতা ও অরাজনৈতিক উপস্থাপন ছিল মনে রাখার মতো।
বিভিন্ন স্টলের রকমারি আকর্ষণীয় নাম,সাথে বিভিন্ন স্বাদের রকমারী খাবার এক শান্তির নবতাল সৃষ্টি করেছিল।

 

শিল্পী কিচেনের শৈল্পিক হাতের কালা ভুনা সাথে পাবনার মিষ্টি,রানা ভাইয়ের স্বপ্নে পাওয়া সরিষার তৈল মাখানো মুড়ি, খুলনার চুইঝাল মাংস,পাবনা-ফেনীর স্টলের সিনেমার টিকেট,মারিয়া ফ্যাশনের বিভিন্ন ডিজাইনের পোশাক,লাইফ মেশিনে বানানো আখের রস ছিল বিশেষ আকর্ষণ,নতুন প্রজন্মের সোনামনিদের জন্য বিশেষ আয়োজনও ছিল চোখে পড়ার মতো।

চার ঘন্টার জন্য পুরো মেলার পরিবেশটা দেশীয় নরনারীর উপস্হিতি, রকমারি খাবার, পোশাক, বাংলা ভাষা এবং ভিন্ন সাংস্কৃতিক ও বর্ণের মানুষের উপস্হিতিতে বিদেশের মাটিতে একটি পজিটিভ বাংলাদেশে পরিণত হয়েছিল।

 

 

সাজানো-গোছানো পরিকল্পিত অরাজনৈতিক,নিরপেক্ষ ভাবে বাঙালী কৃষ্টি সংস্কৃতি,বাংলা ভাষা,খাবার এবং পোশাক সবার মাঝে উপস্হাপনের সুযোগ তৈরী করে দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই,শিল্পী ভাবী ও ইফাত সামানন্তা ভাবীর প্রতি।যাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল ও স্বার্থক হয়েছে।
মেলায় উপস্হিত দর্শকদের অনেকেই আশা করেন যে, আগামী দিনেও এইরকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে।


প্রিন্ট