ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের আয়োজনে (আই এস এফ) বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের(বি এস এস এ) সহযোগিতায় বাংলাদেশ স্কুল ফুটবল টিম গিয়েছিল চীনের ডালিয়ান শহরে বিশ্ব স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এ অংশগ্রহণ করতে। ফরিদপুরের চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমীর হিমু, শম্পা, ঋতু ও পিয়ন্তী চারজন ফুটবলার।
মোট ১৪ জন খেলোয়াড় অংশ নিয়েছিল বাংলাদেশ দলে। সেখানে বাংলাদেশ, ব্রাজিল, জার্মানি কেনিয়া, তুরস্ক, মরক্কো অর্থাৎ ইউরোপ, আমেরিকা, এশিয়া সহ বালক -বালিকা গ্রুপের ৫১ টি দেশের”টিম অংশগ্রহণ করেছিল । সেই মহা কর্মযজ্ঞে চাঁদের হাটে আজ ফুটবল একাডেমীর চারজন ও বিভিন্ন জেলার আরো দশ জন মোট ১৪ জন খেলোয়ার, টিম ডেলিগেটর তানজির আলম , টিম ম্যানেজার সাবরিনা ইসলাম , সেভ গার্ড অফিসার ফাইরুজ দিশা , দুইজন কোচ শাহাদাত হোসেন তিতু ও খুশি চাকমা , একজন রেফারি হুমায়ুন কবির সহ মোট বিশ জনের একটি টিম উদ্বোধনী অনুষ্ঠান থেকে সমাপনী পর্যন্ত অবস্থান করে ২৮ শে মে বাংলাদেশে ফিরে আসেন।
ফরিদপুর চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমীর চীন সফরকারি ফুটবলাররা বলেন, আমরা অভিজ্ঞতা অর্জন করেছি, এত বড় আয়োজনে কোন অংশগ্রহণ করিনি আগামীতে আরো ভালো করবো বলে আশাবাদী। প্রতিদিনের নানা কর্মশালায় অংশ নিয়ে আরো বেশি অভিজ্ঞতা অর্জন করা গেছে। কোচ শাহাদাত হোসেন তিতু জানান, এটা আমাদের জন্য একটা বড় এচিভমেন্ট বিশ্ব ফুটবল দরবারে পদচারনা পৌঁছে যাবে অনেক পাওয়া অজপাড়া গায়ের মেয়েরা ফুটবলে হাজির হবে ভাবতেই অবাক লাগে ধন্যবাদ জানান বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন (বি এস এস এ) কে। তারা আমাদেরকে সিলেকশন করে না পাঠালে এর সাদ পেতাম না।
অনেক বড় আয়োজন একেবারে বিশ্বকাপের আয়োজন যেখানে প্রতিটি টিমের সার্বক্ষণিক নজরদারি ছিল বিশ্বকাপ ফুটবল যেমনটি এখানে কমতি ছিল না আয়োজনকারী সংস্থা ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন ও আয়োজক দেশ চীন প্রজাতন্ত্র, ধন্যবাদ পাওয়ার যোগ্য, রইল বিনদ্ম শ্রদ্ধা। এদিকে বাংলাদেশ টিমের ফুটবলারদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শক মুগ্ধ করেছে টিম ম্যানেজার সাবরিনা ইসলামের নেতৃত্বে চমৎকার এই বাংলার লোকজ ও নৃত্যনাট্য পল্লীকবি জসিম উদ্দিনের মেঠো সুরের স্থান।
টিম ম্যানেজার সাবরিনা জানান, অন্যান্য টিমের শারীরিক গঠন ও আবহাওয়া কত কারণে আমরা একটু পিছিয়ে আছি তাছাড়া একটি খেলায় জিতে আমাদের শক্তি প্রমান করেছি। আগামীতে আরো ভালো করার চেষ্টা করব। বাংলাদেশ টিম ডেলিগটার তানজিল আলম বলেন, আমাদের প্র্যাকটিসের মাত্রা আরো বাড়াতে হবে, আগামীতে ভালো করবে প্রত্যাশা করছি। যে স্কুল মাঠে অনুশীলন করে বড় হয়েছে ফরিদপুর চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমি ফুটবলাররা, সেই স্কুলের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন দাস বললেন, আমরা আমার স্কুলের মেয়েরা চীনে খেলতে গেছে ভালো লাগছে আমার, আমি গর্বিত, ফরিদপুর জেলা গর্বিত, বাংলাদেশ গর্বিত।
প্রিন্ট