ভেড়ামারা পৌরসভার প্রেরিত বিদ্যুৎ বিল হযবরল ,আবাসিক প্রকৌশলির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
ইসমাইল হােসেন বাবু,ষ্টাফ রিপাের্টার : ভেড়ামারা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো আবাসিক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামানের খামখিয়ারি। তিনি কখনো ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল কে লেখিত আকারে বলছেন পৌরসভার বকেয়ো বিদ্যুৎ বিল বাবদ অফিস ভ্যাট ও সার চার্জ ছাড়াই মোট ৬৬,২০,৮৪৬ টাকা পাবো দ্রুত পিরিশোধ করেন। আবার কয়দিন পরই পত্র দিয়ে আবার বলা হচ্ছে বকেয়া পরিমাণ ৮০,৪৫,২২২ টাকা পরিশোধ করেন। তা না হলে ওজোপাডিকো উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পৌর সভার বিদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জরুরী তাগিদ দিয়েছেন। পৌর মেয়রের ভাষ্যমতে বিদ্যুৎ অফিস কর্তৃক প্রেরিত বিদ্যুবিল সঠিক না। কখন বলা হচ্ছে প্রায় ৬৬ হাজার টাকা। আবার বলা হচ্ছে প্রায় ৮০ হাজার টাকা। টাকা অংক হযবরল হওয়ায আজ রবিবার (১০জুন) বিকেল ৩টা সময় ভেড়ামারা পৌরসভার মেয়রের কার্যালয়ে স্থানীয় ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কে নিয়ে পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল সাংবাদিক সন্মেলন করেন।
উল্লেখ,ভেড়ামারা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো আবাসিক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান ১২/৭/২১ স্মারক নং ২৭২২৫০১৫৩০৭৪৪০০১২১-৪০৩ পত্র দিয়ে মেয়র ভেড়ামারা পৌরসভা কে জানান। মেয়র বিল সংশোধন করার জন্য ১৯/৫/২১ আবেদন করেন । সেই মোতাবেক ভ্যাট ও সার চার্জ ব্যতি রেখে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ ৪৯৭২৬০৬.৭৬ টাকা বিদ্যুৎ বিল কমানো হয়।ওই সময় বকেয়া পৌরসভার বিদ্যুৎ বিল হিসাবে দেখানো হয় ১০৮৯৩৪.০৩।
ভেড়ামারা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো আবাসিক প্রকৌশলী মোঃ মাসুদ পারভেজ যোগদান করার পর মেয়র ভেড়ামারা পৌরসভা বিদ্যুৎ বিল পরিশোধের প্রত্যয়ন পত্র প্রদান করেন। যার স্মারক নম্বর ভেপৌ: প্রশাসন : ০০৪০৫০১৫০২০০০০০৩৮-২১/২১/২০২৪/
আবাসিক প্রকৌশলী মোঃ মাসুদ পাভেজ ৯/৬/২৪ মেয়র ভেড়ামারা পৌরসভা কে আবার পত্র দিয়ে জানান ,সর্বমোট ৭টি প্রিপেড সংযোগ দ্বারা পরিচালিত যার মধ্যে দুইটা রাস্তার বাতি বৈদ্যুতিক মিটার সংযোগ থাকাকালীন সময় জানুয়ারি /২১মাস পর্যন্ত মোট বকেয়া পরিমাণ ৮০,৪৫,২২২ টাকা ।
ভেড়ামারা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো আবাসিক প্রকৌশলী মোঃ মাসুদ পাভেজ পৌরসভার কর্তৃপক্ষ মেয়র মহোদয় কে একবার বলছেন ৬৬,২০,৮৪৬ টাকা বকেয়া। পুনরায় আবার বলছেন ৮০,৪৫,২২২ টাকা বিদ্যুৎ অফিসে বকেয়া রয়েছে। আসলে কোনটা সত্য। বা সঠিক হিসাব। পৌরসভার বিদ্যুৎ বিল নিয়ে হ য ব র ল। এই কারণেই ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল রবিবার ১০ জুন বিকেল ৩ টার সময় পৌরসভার নিজ কার্যালয় মেয়রের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর সোলেয়মান সহ কাউন্সিলর বৃন্দ ও স্থানীয় সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান।
প্রিন্ট