কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে পত্রিকার ১৯ বছরে পদার্পণ উপলক্ষে রোববার বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যায়যায়দিনের নাগেশ্বরী প্রতিনিধি, ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, বিশেষ অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলাম, ফেন্ডস ফোরামের উপজেলা শাখার আাহ্বায়ক এবং নেওয়াশী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রেসক্লাব নাগেশ্বরী’র সভাপতি লিটন চৌধুরী,
আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি কীর্ত্তিকা সেন বিল্টু, ভোরের কাগজের প্রতিনিধি পাভেল জামান, নয়া দিগন্ত প্রতিনিধি খলিলুর রহমান, উত্তর ধরলা প্রেসক্লাবের সভাপতি এমএস সাগর, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, রিপোর্টাস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনজু, দৈনিক সাতমাথা প্রতিনিধি মসলেম উদ্দিন, দৈনিক সময়ের প্রত্যাশার প্রতিনিধি জালাল আহমেদ রানা, ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, মোমিনুল ইসলাম নাহিদ, যুগ্ম সদস্য সচিব লতিফুর রহমান লিংকন, জাহাঙ্গীর আলমসহ অনেকে।
প্রিন্ট