ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের প্রায় ৩০ মিনিট ধরে সংঘ‌র্ষ

কু‌ষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। শ‌নিবার (৮ জুন) বিকেল ৪টার দিকে সদর উপ‌জেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট সর্দার পাড়া এলাকায়  এ সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় দলটির নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও বিএনপি নেতাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে ।

পু‌লিশ জানায়, আজ বি‌কেলে অনুমতি না নিয়েই কবুরহাট এলাকায় কর্মসূচির আয়োজন করে বিএন‌পি নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে বিএনপি, যুবদল, ছাত্রদ‌লসহ সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা কর্মসূচিস্থ‌লে আসতে থাকেন। দলটির নেতাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশৃঙ্খলা ঘটাতে পারে এমন তথ্যের ভি‌ত্তি‌তে পু‌লিশ সেখা‌নে যায়। এ সময় পুলিশকে লক্ষ্যে করে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে থা‌কে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।  প্রায় ৩০ মিনিট ধরে সংঘ‌র্ষ চলে। এক পর্যায়ে বিএনপি ও তাদের সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা পা‌লি‌য়ে যান।

ঘটনাস্থ‌লে থাকা জেলা বিএন‌পির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার‌ ব‌লেন, কেন্দ্র থেকে বিএন‌পি নেতা‌দের এক‌টি দল কু‌ষ্টিয়ায় আস‌লে তা‌দের নি‌য়ে পু‌লি‌শের মৌ‌খিক অনুম‌তি‌তে শহ‌রের নবীন টাওয়া‌রে সমা‌বে‌শের আয়োজন ক‌রে‌ছিলাম। বিশৃঙ্খলা সৃ‌ষ্টির অ‌ভি‌যোগ তু‌লে অনুষ্ঠান শুরু হওয়ার আগে পু‌লিশ আমা‌দের সমা‌বেশ বন্ধ কর‌তে ব‌লে। ছোট প‌রিস‌রে অন্য কোথাও সমাবেশ করার জন্য বলা হয়। সেই মোতা‌বেক কবুরহা‌টে অব‌স্থিত যুবদল নেতা ম‌জি‌দের বা‌ড়িতে কেন্দ্রীয় নেতা‌দের নি‌য়ে যায়। সেখা‌নেও পু‌লিশ গি‌য়ে নেতাকর্মী‌দের মারধর শুরু ক‌রে।

এ সময় নেতাকর্মীরা উত্তে‌জিত হ‌য়ে ক‌য়েকটা ইট নি‌ক্ষেপ ক‌রে। এরপ‌রেই পু‌লিশ নেতাকর্মী‌দের ল‌ক্ষ্যে ক‌রে টিয়ার শেল নি‌ক্ষেপ ক‌রে। এসময় ১০ থে‌কে ১২ জন আহত হ‌য়ে‌ছেন।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শেখ সোহেল রানা ব‌লেন, এ ঘটনায় একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কা‌ন্তি নাথ ব‌লেন, তারা (বিএনপি) অনুম‌তি ছাড়াই কর্মসূচির আয়োজন ক‌রে‌ছিল। কর্মসূচিস্থ‌লে পু‌লিশ‌ দে‌খে বিএন‌পি নেতাকর্মীরা ইট পাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন ছিল তা আমরা নি‌য়ে‌ছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের প্রায় ৩০ মিনিট ধরে সংঘ‌র্ষ

আপডেট টাইম : ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

কু‌ষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। শ‌নিবার (৮ জুন) বিকেল ৪টার দিকে সদর উপ‌জেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট সর্দার পাড়া এলাকায়  এ সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় দলটির নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও বিএনপি নেতাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে ।

পু‌লিশ জানায়, আজ বি‌কেলে অনুমতি না নিয়েই কবুরহাট এলাকায় কর্মসূচির আয়োজন করে বিএন‌পি নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে বিএনপি, যুবদল, ছাত্রদ‌লসহ সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা কর্মসূচিস্থ‌লে আসতে থাকেন। দলটির নেতাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশৃঙ্খলা ঘটাতে পারে এমন তথ্যের ভি‌ত্তি‌তে পু‌লিশ সেখা‌নে যায়। এ সময় পুলিশকে লক্ষ্যে করে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে থা‌কে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।  প্রায় ৩০ মিনিট ধরে সংঘ‌র্ষ চলে। এক পর্যায়ে বিএনপি ও তাদের সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা পা‌লি‌য়ে যান।

ঘটনাস্থ‌লে থাকা জেলা বিএন‌পির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার‌ ব‌লেন, কেন্দ্র থেকে বিএন‌পি নেতা‌দের এক‌টি দল কু‌ষ্টিয়ায় আস‌লে তা‌দের নি‌য়ে পু‌লি‌শের মৌ‌খিক অনুম‌তি‌তে শহ‌রের নবীন টাওয়া‌রে সমা‌বে‌শের আয়োজন ক‌রে‌ছিলাম। বিশৃঙ্খলা সৃ‌ষ্টির অ‌ভি‌যোগ তু‌লে অনুষ্ঠান শুরু হওয়ার আগে পু‌লিশ আমা‌দের সমা‌বেশ বন্ধ কর‌তে ব‌লে। ছোট প‌রিস‌রে অন্য কোথাও সমাবেশ করার জন্য বলা হয়। সেই মোতা‌বেক কবুরহা‌টে অব‌স্থিত যুবদল নেতা ম‌জি‌দের বা‌ড়িতে কেন্দ্রীয় নেতা‌দের নি‌য়ে যায়। সেখা‌নেও পু‌লিশ গি‌য়ে নেতাকর্মী‌দের মারধর শুরু ক‌রে।

এ সময় নেতাকর্মীরা উত্তে‌জিত হ‌য়ে ক‌য়েকটা ইট নি‌ক্ষেপ ক‌রে। এরপ‌রেই পু‌লিশ নেতাকর্মী‌দের ল‌ক্ষ্যে ক‌রে টিয়ার শেল নি‌ক্ষেপ ক‌রে। এসময় ১০ থে‌কে ১২ জন আহত হ‌য়ে‌ছেন।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শেখ সোহেল রানা ব‌লেন, এ ঘটনায় একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কা‌ন্তি নাথ ব‌লেন, তারা (বিএনপি) অনুম‌তি ছাড়াই কর্মসূচির আয়োজন ক‌রে‌ছিল। কর্মসূচিস্থ‌লে পু‌লিশ‌ দে‌খে বিএন‌পি নেতাকর্মীরা ইট পাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন ছিল তা আমরা নি‌য়ে‌ছি।