“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই শ্লোগানে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮ জুন হতে ১৪ জুন ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি সদর বাজার সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষীন করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ও গনশুনানি ঘরে কেক কেটে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার আলী মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহনাজ পারভীন বিথী ও মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা মোঃ ফখরুজ্জামান, ব্যাবসায়ী মোঃ জয়নুল আবেদীন কামাল, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
- আরও পড়ুনঃ বাঘায় পুকুর থেকে বৃদ্ধ নারীর লাশ উদ্ধার
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড চরভদ্রাসন ভূমি অফিস থেকে জনসাধারনকে কোন রকম হয়রানী ছাড়া সেবা প্রদানে সপ্তাহব্যাপী ও অন্যান্য সময়ের কর্মপরিকল্পনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ভূমিসেবা বুথে অনলাইনে চান্দিনা ভিটি নবায়ন কার্যক্রম উদ্বোধন, মাইকিং এর মাধ্যমে অনস্পট সেবা কার্যক্রমের প্রচারনা, সেবা সম্পর্কে উপকারভোগীদের মতামত ও পরামর্শ গ্রহন, অন স্পট অনলাইন এলডি ট্রাক্স আদায়, চান্দিনা ভিটি নবায়ন, ভিপি লীজ ও অনলাইন নামজারী প্রদান। এছাড়া ভূমি সংক্রন্ত যাবতীয় সমস্যা নিয়ে গনশুনানী, উপজেলার চরাঞ্চলে সাধারন মানুষের সাথে মতবিনিময়, ভূমি অফিসের সকল স্টাফ ও নানা শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে অপযরবারহম খধহফ জবষধঃবফ ইধংরপ কহড়ষিবফমব শীর্ষক কর্মশালার পাশাপাশি কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনের মধ্য দিয়ে পালিত হবে
ভূমিসেবা সপ্তাহ।
প্রিন্ট