রাজশাহীর তানোর থানা পুলিশের অভিযানে সিআর এবং জিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ জন আসামিসহ মোট ৭জনকে আটক করেছেন।
রাজশাহী পুলিশ সুপার (এসপি) ও সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) এএসপির দিকনির্দেশনায় ৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে, তানোর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত একজন এবং জিআর পরোয়াভুক্ত তিনজন আসামীসহ, নিয়মিত মামলায় একটি Suzuki Gixxer SF মোটরসাইকেল উদ্ধার সহ তিনজন আসামীসহ মোট সাতজন আসামীকে আটক করেন।
- আরও পড়ুনঃ শিক্ষার্থীদের গুলি করার হুমকি
পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে ৭ জুন শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, বিভিন্ন অপরাধে ৭ জন আসামি আটক ও আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট