নড়াইলে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৬জুন) সদর উপজেলা পরিষদ চত্ত্বরে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারন বিভাগের অতিঃ উপপরিচালক(শস্য) কৃষিবিদ মো.ফরিদুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.রোকুনুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা এ বি এম জাহিদ শাকিল। আয়োজনের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
পরে জলবায়ু সহিষ্ণু বিভিন্ন কৃষি প্রযুক্তির স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, এ ডব্লিউডি পদ্ধতিতে সেচকাজ, মাটির স্বাস্থ্য-সুরক্ষায় ভার্মি কম্পোষ্ট, কৃষকের স্বাস্থ্য সচেতনতা এবং দেশীয় পদ্ধতিতে বীজ সংরক্ষন পক্রিয়া উপস্থাপন করা হয়।
প্রিন্ট