বাই সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসার সময় পাথর বোঝায় ট্রাকের ধাক্কায় পড়ে নবম শ্রেণির ছাত্রী সমাপ্তি কুমার সরকার (১৪) আহত হয়েছে। রোববার (২ জুন) সকাল ৭টার দিকে বিদ্যালয়ের পশ্চিম পাশের হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে।
আহত সমাপ্তি কুমার রাজশাহীর বাঘা উপজেলা সদরের রহমতুউল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং উপজেলার বলিহার গ্রামের শ্যামল কুমার সরকারের মেয়ে।
ঘটনার পর, স্থানীয় জনতা ট্রাকটি আটক করে চালক আবদুল আলিমকে মারধর ও সড়কে দাঁড় করে রাখা যাত্রী বাহীসুপার ছনি পরিবহনের গøাস ভাংচুর করে।
স্থানীয়রা জানান, স্কুলে প্রবেশ গেটের পশ্চিমে সড়কে দাঁড় করা ছিল সুপার সনি পরিবহন। আহত ওই ছাত্রী স্কুলে প্রবেশের সময় পাশ কেটে যাচ্ছিল পাথর বোঝায় ট্রাকটি। এ সময় ট্রাকের ধাক্কায় পাঁকা সড়কে ছিটকে পড়লে ট্রাকটির পেছনের চাকায় লেগে ডান হাত ও ডান পা গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন, রামেক হাসপাতারের ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রচুর পরিমানে রক্ত ক্ষরণের কারণে রক্ত দেওয়া হয়েছে। এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক ।
- আরও পড়ুনঃ কুষ্টিয়ায় দুগ্ধ দিবস উদযাপন
বাঘা থানার ওসি (তদন্ত) সোয়েব খান বলেন, ছাত্রীর ভাই রঞ্জন কুমার সরকার বাদি হয়ে ট্রাক চালককে অভিযুক্ত করে মামলা করেছেন। পাথরসহ ট্রাকটি জব্দ ও চালক আবদুল আলিমকে আটক করা হয়েছে। সে টাংগাইলের সখিপুরের গেচুয়া গ্রামের আবদুল হালিমের ছেলে।
প্রিন্ট