ফরিদপুরের সালথায় জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার সংবাদের সালথা উপজেলা প্রতিনিধি বিধান মন্ডল।
সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনিছুর রহমান বালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, সালথা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শওকত হোসেন মুকুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, মজিবুর রহমান, এফ এম আজিজুর রহমান আজিজ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম, সদস্য শরিফুল হাসান, আকাশ সাহা, আবুল বাসার, সালথা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি প্রমুখ। এ সময় দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ।