কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পান বরজ কৃষকদের পুনর্বাসনে আর্থিক নগদ দেড় কোটি টাকা চাষীদেরকে সহায়তা দিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।
কুষ্টিয়ার ভেড়ামারায় পান বরজ ক্ষতিগ্রস্ত ৮৬৬ জন পান চাষীকে মোট ১কোটি ৬৪লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা হিসেবে ভেড়ামারা কৃষি ব্যাংক শাখার চেক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।
অর্থ সহায়তা প্রদান উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার সময় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিজেএম কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ডেকে অনুদানের চেক বিতরন করা হয়।
চেক বিতারন অনুষ্ঠানে সভাপত্বিত করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া -৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ।
বক্তব্য রাখেন, বিশেষ অতিথি কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) আনোয়ার হোসাইন। সহকারি পুলিশ সুপার সার্কেল ভেড়ামারা মহাসিন রেজা মুরাদ। ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা। বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবন। উপজেলা পিআই ও কর্মকর্তা শহীদুল্লাহ । কৃষি অফিসার মাহমুদা সুলতানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল ও ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান প্রমূখ।
অনুষ্ঠান শেষে মোট ৮শ’৬৬জন ক্ষতিগ্রস্ত পানচাষীদের মধ্যে কৃষি মন্ত্রনালয়ের অধীনে সরকারী অনুদান হিসেবে মোট ১কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয়। আগুনে পোড়া অর্ধ বিঘা জমি থেকে ২ বিঘার উর্দ্ধে ক্ষতিগ্রস্ত পান চাষীদের তালিকা লিপিবদ্ধ করা হয়। ক্ষতিগ্রস্ত চাষী মোট ৮৬৬ জন। প্রতি জন কে ১০হাজার, ২০হাজার, ৩০ হাজার ও ৪০ হাজার করে টাকার চেক প্রদান করা হয় বলে ভেড়ামারা কৃষি অফিসার মাহমুদা সুলতানা জানান।
উল্লেখ্য, গত ১০ মার্চ, ভেড়ামারা উপজেলার বাহাদুর ইউনিয়নে বেশ কয়েকটি গ্রামের মাঠে ছড়িয়ে পরা আগুনে প্রায় সাড়ে ৩কিলো মিটার জুড়ে পান বরজে ভয়াবহ আগুন লাগে। প্রায় ৯২ হেক্টর জমির উপর সাড়ে ৮শ’কৃষকের মোট ১৩শ’৪৩টি পান বরজ পুড়ে চাই হয়ে যায়। নিঃস্ব হয়ে পরে পান চাষীরা। তাদের কে সরকারী ভাবে সহতা হিসেবে মূলতো এই প্রনোদনা দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, আপনারা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে আছেন এবং তাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পানচাষী ভাইয়েরা আপনারা হতাশ হবেন না। আপনারা পর্যায়ক্রমে আবার সরকারী অনুদান পাবেন।
প্রিন্ট