কুষ্টিয়ার ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন।ওসি জহুরুল ইসলামের নানা কর্মকান্ডে তার উপরে অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে প্রমান করেছেন। উল্লেখযোগ্য, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, এলাকায় শান্তি-শৃঙ্খলা স্থাপন ও তুলনামূলক পরিসংখ্যানে দ্রুত মামলা নিষ্পত্তিতে যথাযথ ভুমিকার মূল্যায়ন করে জেলা পুলিশ তাকে এই শ্রেষ্ঠ ওসির মূল্যায়ন করেছেন।
জনশ্রুতি রয়েছে, ওসি জহুরুল ইসলাম একজন সৎ, দক্ষ ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা। তিনি তার পূর্ববর্তী কর্মস্থলসহ বর্তমান কর্মস্থল ভেড়ামারায় প্রশংসার সাথে তার উপরে অর্পিত দায়িত্ব পালন করে চলেছেন।
মোঃ জহুরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সম্প্রতি পান বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড গুলোতে তিনি অগ্নি নির্বাপনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে সে সময়ে তিনি ভাইরালও হয়েছিলেন।
এছাড়া যেখানে মানবতার বিপর্যয় সেখানেই তিনি উপস্থিত হয়ে বিপদগ্রস্তদের পরিত্রাণ দেয়ার চেষ্টা করেছেন। ভেড়ামারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি ইতোমধ্যাে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছেন।
তার এই সাফল্য শান্তি প্রিয় এলাকাবাসীদেরকে আনন্দিত করেছেন। ওসি জহুরুলের জন্য সকলেই তার সাফল্য ও মঙ্গল কামনা করেছেন।
প্রিন্ট