সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল ২১মে,মঙ্গলবার অনুষ্ঠিত হবে । এ নির্বাচন উপলক্ষে উপজেলার মোট ৬১টি স্ব-স্ব ভোট কেন্দ্রে আজ সোমবার সকাল ১১ টা থেকে প্রশাসনিক কর্মকর্তাগণ প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী মালামাল বুঝে দেন এবং তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ দায়িত্ব নিয়ে প্রত্যেক ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নির্বাচনী নানা সরঞ্জাম ।
উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে,ভেড়ামারা উপজেলায় মোট ৭ জন ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ও ২জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে।
উল্লেখ্য, ৩০এপ্রিল (মঙ্গলবার) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন একজন চেয়ারম্যান প্রার্থী হাজী আক্তারুজ্জামান মিঠু তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার প্রেক্ষিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আবু হেনা মোস্তফা কামাল মুকুল ভেড়ামারা উপজেলার পরিষদেও চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ভেড়ামারা উপজেলায় মোট ৬১টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে নির্বাচন কমিশনের বরাদ্দকৃত সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনী পরিস্থিতি যেভাবে ভাল থাকে সে অনুযায়ী আইনশৃংখলা বাহিনী কাজ করবে। প্রশাসন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিবেন।
ভেড়ামারা থানার ওসি মো, জহুরুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠবে তাদের ব্যাপারে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশনায় দেওয়া হবে।
এছাড়াও ভোট কেন্দ্রর জন্য ১২০জন পুলিশ ও ৯৪৬জন আসনার সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন মনিটরিং করতে উপজেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। ভোটারদের নিরাপত্তা প্রদানের মাধ্যমে নির্বিঘ্নে ভোট গ্রহনের জন্যকার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
ভেড়ামারা উপজেলায় ১টা পৌর সভা, ৬টা ইউনিয়ন মিলে ৬১টি কেন্দ্রে ৮৯৩৩৮ জন পুরুষ ও ৮৯২১৬ মহিলা,হিজরা ২জন মোট ১,৭৮,৫৫৬ জন ভোটার সংখ্যা রয়েছেন।
প্রিন্ট