যশোর জেলা ব্যাটারিচালিত রিক্সা ভ্যান মালিক সমিতির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। বুধবার (১৫ মে) বিকালে নিউমার্কেট খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মতবিনিময় সভা করেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বিপুল বলেন, সাধারণ মানুষের সেবা করার জন্য আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমার রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। কারো বিপদে কখনো পিছুপা হইনি। জীবনে কখনো হবো না। নির্বাচিত হতে পারলে সদর উপজেলা শতভাগ সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে। উপজেলাবাসীর যথাযথ মূল্যায়ন করবো।
আয়োজক সংগঠনের পৌর ৩ নং ওয়ার্ডের সভাপতি টিটো শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম।
বক্তব্য রাখেন জেলা ব্যাটারিচালিত রিক্সা ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, রফিকুল ইসলাম রফিক, সদস্য রমজান আলী, পৌর ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওসিকুর রহমান, ৬ নং ওয়ার্ডের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক তপন কুমার দা, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাশেম আলী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, সাবেক সহ সম্পাদক মেহেদী হাসান শান্তি, যুবলীগ নেতা গাজী রায়হান মৌমন, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
মতবিনিময় সভার পর সাধারণ মানুষ এবং পথচারীদের লিফলেট ও কুশল বিনিময় করে গণসংযোগ করেন আনোয়ার হোসেন বিপুল। পরে আরবপুর, দেয়াড়া ও রামনগর ইউনিয়নের একাধিক স্থানে সাধারণ মানুষের সাথে পথসভা করেন তিনি।
প্রিন্ট