কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে অর্থসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন।
বুধবার (১৫ মে,)বিকাল ৪টার দিকে পাটোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভেড়ামারা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে পানবরজ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা, খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
- আরও পড়ুনঃ তানোরে জলাশয় ভরাট, প্রশাসন নিরব !
এ সময় আবু হেনা মোস্তফা কামাল মুকুল সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ভেড়ামারা পৌর শাখা, মাহমুদা সুলতানা উপজেলা সহকারী কৃষি অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সামসুল হক চেয়ারম্যান ধরমপুর ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ স্থানীয় মেম্বার ক্ষতিগ্রস্ত কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।