এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় চতুর্থতলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত কথা সাহা (১৬) মারা গেছে।রোববার (১২ মে) দুপুরে মাগুরা জেলা শহরের রিমপি সাহা নামে এক আত্মীয়ের বাসার চতুর্থতলার ছাদ থেকে সে লাফিয়ে পড়ে।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে সে মারা যায়। কথা সাহা মাগুরার মহম্মদপুরের বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম জানান, উপজেলার বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে কথা সাহা এবারের এসএসসিতে এক বিষয়ে ফেল করায় ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। সে বিনোদপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী। রোববার এসএসসি’র ফল প্রকাশ হয়। ফলাফলে সে অকৃতকার্য হয়।