নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে মিরাজ মুন্সী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে একটি গরুর ও মৃত্যু হয়েছে। রবিবার (১২মে) বিকাল সাড়ে চারটার দিকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপির সরুশুনা গ্রামের ইছামতি বিলে এ ঘটনা ঘটে।
সরুশুনা গ্রামের সালাউদ্দিন শেখ জানান, সরুশুনা মুন্সীপাড়া গ্রামের বিপুল মুন্সীর ছেলে মিরাজ মুন্সী বাড়ির পাশের ইছামতি বিলে কৃষি কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে মিরাজ গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন জানান, ঘটনার পর এলাকার লোকজন মিরাজ মুন্সীকে উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
প্রিন্ট