যশোরে একটি অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত করে শার্শা উপজেলার জিরেনগাছা গ্রামের মিয়াজ উদ্দিন ওরফে নেদার ছেলে রাজু আহাম্মেদ রাজুকে দুটি ধারায় ১৭ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুরাইয়া সাহাব এ আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি বিকেলে শার্শা থানা পুলিশ কাজীরবেড় মোড় থেকে পুলিশ অভিযান চালিয়ে রাজু আহমেদ রাজুকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় শার্শা থানার এসআই মুরাদ হোসেন বাদী হয়ে শার্শা থানায় অস্ত্র আইনের পৃথক দুটি ধারায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই সুজাত আলী রাজুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
বৃহস্পতিবার মামলার রায়ে অভিযুক্ত রাজু আহমেদ রাজুকে দোষী করে ১৭ বছর কারাদন্ডের আদেশ দেন বিজ্ঞ বিচারক।আসামির উপস্থিতিতে এ আদেশ দিয়ে রাজুকে কারাগারে পাঠানোর নির্দেশনাও দেন।
প্রিন্ট