খোকসা উপজেলা পরিষদের নির্বাচন ঘিরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আল মাসুম মোর্শেদ শান্ত ঘোড়া মার্কা প্রতীকে প্রথম বার চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রহিম উদ্দিন খান।
বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত বিরতিহীন ৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার উপস্থিতি ছিল শতকরা ৬০.৮৭ ভাগ। রাতে উপজেলা পরিষদের হল রুম থেকে প্রকাশিত সবকটি কেন্দ্রের বেসরকারী ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার।
নির্বাচনে আল মাসুম মোর্শেদ তার ঘোড়া মার্কা প্রতিকে পেয়েছেন ২৫১০১ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রহিম উদ্দিন খান তার দোয়াত কলম মার্কায় পেয়েছেন ১৯৭৬২ ভোট। বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন প্রায় ১৯৫৩৯ ভোট। চেয়ারম্যান পদের অপর প্রার্থীদের মধ্যে আনারস মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বীতা করে সালেহা বেগম নাছিমা পেয়েছেন ২৭০৯ ভোট। এ পদে অপর দুই প্রার্থীর একজন তার বাবা ও অপর জন ভাবির হয়ে ভোট করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলাদলের বহিস্কৃত নেতা ইসরাত জাহান পুনম প্রায় ৫৬ হাজার ভোট পেয়ে চতুর্থবারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি সব ক’টি কেন্দ্রে প্রথম হয়ে রের্কড সৃষ্টি করেছেন। এবার দিয়ে ধারাবাহিক ভাবে চতুর্থ বারের মত নির্বাচিত হলেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোজি সুলতানা।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ব্যাপক ভোট ব্যবধানে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান লিটন তিনি ২৮ হাজার ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম রেজা কাঁকন পেয়েছেন ১১৪৭২ ভোট। এই পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে।
প্রিন্ট