ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ ও ঘানার জন্য আইএইচডিএফ গ্লোবাল মেডিকেল ক্যাম্প ইনিশিয়েটিভ ঘোষণা Logo বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিং ট্রেনের ধাক্কায় নছিমন চালক নিহত Logo হাতিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo মুসলিম উম্মাহর শান্তি কামনায় চন্দ্রপাড়া দরবার শরীফে ওরছ অনুষ্ঠিত Logo চার দফা দাবী আদায়ের লক্ষ্যে ফরিদপুর ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচী পালন Logo চট্টগ্রামের পটিয়ায় অপহরণের ঘটনা বৃদ্ধিতে জনমনে আতঙ্ক Logo নড়াইল পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে চলছে উৎসবের আমেজ, চলছে প্রার্থীদের জোর প্রচারণা Logo যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপের পদত্যাগ Logo সদরপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার Logo দৌলতপুর সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় অনুষ্ঠিত হল বঙ্গীয় বিতর্ক উৎসব ১৪৩১

কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি (কেডিএস)-এর আয়োজনে এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)-এর সার্বিক সহযোগিতায় কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো তিনদিনব্যাপী “বঙ্গীয় বিতর্ক উৎসব ১৪৩১”।

 

এই বিতর্ক উৎসবে স্কুল ও কলেজ পর্যায়ে ১৪টি এবং বিশ্ববিদ্যালয়ের আন্তঃক্লাব পর্যায়ে ১৪টি দল অংশগ্রহণ করে। ২ ও ৩ মে বিতর্ক প্রতিযোগিতা শেষে শনিবার কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিতর্ক উৎসব, পুরস্কার বিতরণ ও সমাপনী পর্ব, যেখানে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

 

আন্তঃক্লাব পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন, এবং রানার আপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। আন্তঃস্কুল-কলেজ বিতর্কে ফাইনালে উত্তীর্ণ হয়েছিল রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দু’টি দল; যেখানে তাদের ‘গামা’ দলকে হারিয়ে বিজয়ী হয়েছে ‘ডেল্টা’ দল।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিতর্ক তরুণ প্রজন্মকে বুদ্ধিদীপ্ত ও যুক্তিবাদী করে তোলে”। এসময় তিনি স্মার্ট তরুণ প্রজন্ম গড়ে তোলায় বিতর্কের মত বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমকে আরও প্রসারের উপর গুরুত্বারোপ করেন। কুষ্টিয়ার সম্মৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কুষ্টিয়ার আগামী প্রজন্ম বিতর্কচর্চার মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে আরও শাণিত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলায় অনুসরণযোগ্য দৃষ্টান্ত তৈরি করবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)-এর সভাপতি প্লাবন গাঙ্গুলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কুষ্টিয়ার সান-আপ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ কাজী সামছুন নাহার আলো এবং ঐ স্কুলের পরিচালক অ্যাডভোকেট মোসাদ্দেক আলী মনি।

 

 

প্লাবন গাঙ্গুলী বলেন, “এই আয়োজনে বিডিএফ-এর সার্বিক সহযোগিতার লক্ষ্য ছিলো দেশের বিভিন্ন এলাকা, যারা ঢাকার মত পাদপ্রদীপের আলোয় থাকে না, সেখানে বিতর্কচর্চাকে আরও বেগবান করা। শিক্ষার্থীদেরকে যুক্তিবাদী ও প্রজ্ঞাবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশব্যাপী সংস্কৃতিচর্চাকে ও প্রজ্ঞাবান প্রজন্ম গড়ে তোলার প্রয়াসকে আরও বেগবান করা সম্ভব।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বাংলাদেশ ও ঘানার জন্য আইএইচডিএফ গ্লোবাল মেডিকেল ক্যাম্প ইনিশিয়েটিভ ঘোষণা

error: Content is protected !!

কুষ্টিয়ায় অনুষ্ঠিত হল বঙ্গীয় বিতর্ক উৎসব ১৪৩১

আপডেট টাইম : ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :

কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি (কেডিএস)-এর আয়োজনে এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)-এর সার্বিক সহযোগিতায় কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো তিনদিনব্যাপী “বঙ্গীয় বিতর্ক উৎসব ১৪৩১”।

 

এই বিতর্ক উৎসবে স্কুল ও কলেজ পর্যায়ে ১৪টি এবং বিশ্ববিদ্যালয়ের আন্তঃক্লাব পর্যায়ে ১৪টি দল অংশগ্রহণ করে। ২ ও ৩ মে বিতর্ক প্রতিযোগিতা শেষে শনিবার কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিতর্ক উৎসব, পুরস্কার বিতরণ ও সমাপনী পর্ব, যেখানে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

 

আন্তঃক্লাব পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন, এবং রানার আপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। আন্তঃস্কুল-কলেজ বিতর্কে ফাইনালে উত্তীর্ণ হয়েছিল রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দু’টি দল; যেখানে তাদের ‘গামা’ দলকে হারিয়ে বিজয়ী হয়েছে ‘ডেল্টা’ দল।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিতর্ক তরুণ প্রজন্মকে বুদ্ধিদীপ্ত ও যুক্তিবাদী করে তোলে”। এসময় তিনি স্মার্ট তরুণ প্রজন্ম গড়ে তোলায় বিতর্কের মত বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমকে আরও প্রসারের উপর গুরুত্বারোপ করেন। কুষ্টিয়ার সম্মৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কুষ্টিয়ার আগামী প্রজন্ম বিতর্কচর্চার মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে আরও শাণিত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলায় অনুসরণযোগ্য দৃষ্টান্ত তৈরি করবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)-এর সভাপতি প্লাবন গাঙ্গুলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কুষ্টিয়ার সান-আপ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ কাজী সামছুন নাহার আলো এবং ঐ স্কুলের পরিচালক অ্যাডভোকেট মোসাদ্দেক আলী মনি।

 

 

প্লাবন গাঙ্গুলী বলেন, “এই আয়োজনে বিডিএফ-এর সার্বিক সহযোগিতার লক্ষ্য ছিলো দেশের বিভিন্ন এলাকা, যারা ঢাকার মত পাদপ্রদীপের আলোয় থাকে না, সেখানে বিতর্কচর্চাকে আরও বেগবান করা। শিক্ষার্থীদেরকে যুক্তিবাদী ও প্রজ্ঞাবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশব্যাপী সংস্কৃতিচর্চাকে ও প্রজ্ঞাবান প্রজন্ম গড়ে তোলার প্রয়াসকে আরও বেগবান করা সম্ভব।”


প্রিন্ট